নিজস্ব প্রতিবেদক>>>
২২ জুন ২০২৩ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা.
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে বাড়ছে অভ্যন্তরীণ সিরাজগঞ্জ জেলার মধ্যে দিয়ে প্রবাহিত করোতোয়া, ফুলজোড় ও বড়ালনদীর পানিও৷এদিকে যমুনায় পানি বাড়ার সাথে সাথে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে যেতে শুরু করেছে চরাঞ্চলের ফসলি জমি।বৃহস্পতিবার ২২ জুন ২০২৩ সকাল সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৪.১৫ মিটার।বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টা পর্যন্ত ৩০ সেন্টিমিটার বেড়ে বিপদ সীমার ৭৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপদসিমা ১৪.৯০ মিটার) এদিকে জেলার কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি সমতল রেকর্ড করা হয়েছে ১৩.8৬ মিটার।এছাড়াও অভ্যন্তরীণ করতোয়া নদীর পানি উল্লাপাড়া উপজেলার পয়েন্টে গত ২৪ ঘন্টায় বেড়েছে ৪০ সেন্টিমিটার এবং বড়াল নদীর পানি শাহাজাদপুরের বাঘাবাড়ি পয়েন্টে বেড়েছে ৬৯ সেন্টিমিটার৷এ বিষয়ে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রঞ্জিত কুমার সরকার জানান.উজানে দেশের অভ্যান্তরে ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই যমুনার পানি বাড়ছে।এতে চরাঞ্চলের নিম্নভূমিগুলো প্লাবিত হচ্ছে।ইতিমধ্যে অভ্যন্তরীণ নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে।আরোও দুই থেকে তিনদিন পানি বাড়তে পারে বলে জানান তিনি।
মন্তব্য