মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালী পৌরসভার দ্বিতীয় বারের মতো মেয়র হলেন মহিউদ্দিন আহমেদ।শনিবার দিনভর ভোট শেষে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান।বেসরকারি ফলাফল অনুযায়ী, স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন আহমেদ জগ মার্কায় পেয়েছেন ২০ হাজার ৭১৮ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র মোঃ শফিকুল ইসলাম মোবাইল ফোন মার্কায় পেয়েছেন ৯ হাজার ৬৭৬ ভোট।নির্বাচনে মেয়র পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর চারজন হলেন- মহিউদ্দিন আহমেদের স্ত্রী মারজিয়া আক্তার, আবুল কালাম আজাদ, পটুয়াখালী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. এনায়েত হোসেন এবং নাসির উদ্দিন খান।এই পৌরসভায় মোট ভোটার ৫০ হাজার ৬৯৯ জন।এর মধ্যে পুরুষ ভোটার ২৩ হাজার ৯৪৭ এবং নারী ভোটার ২৬ হাজার ৭৫০।এ ছাড়া দুইজন হিজড়া ভোটার।











মন্তব্য