১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
মুক্তিযোদ্ধা অধ্যাুষিত কোলাগ্রামের রাস্তার বেহাল দশা অতিদ্রুত রাস্তাটি পাকা করনের দাবী এলাকাবাসীর। লোহাগাড়ায় বাসের ধাক্কায় দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু মানুষের কল্যাণে রাজনীতি করছি, ভোগবিলাসের জন্য নয়- শাহজাহান চৌধুরী  শোক_সংবাদঃ নির্যাতিত মটর শ্রমিক একতা ঐক্য সমগ্র বাংলাদেশ নরসিংদী জেলা কমিটির শুভ উদ্বোধন আর্থিক ঘাটতি বাড়ছে অনিশ্চয়তার ঘূর্ণিপাকে বন্দি দেশের অর্থনীতি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে খেলাধুলাকে পুনরুজ্জীবিত করা হবে— শামা ওবায়েদ তাহিরপুরের বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় মঠে ফুটবল ম্যাচের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী কামরুজ্জামান কামরুল তানোরে নতুন এসিল্যান্ড শিব শংকর বসাকের যোগদান মোড়লগঞ্জের পশ্চিম সরালিয়া বাইতুল আমান জামে মসজিদে জামায়েত ইসলামি বাংলাদেশের সাধারণ সভা

মানবতার বিশ্ব

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কবি – শাহাদাত হোসেন তালুকদার
তারিখ – ১৬/০৬/২০২৩ চট্টগ্রাম,বাংলাদেশ।

সুচিত হোক ঐক্য ও সাম্যের
সম্প্রীতি,
সুদৃঢ় হোক মানবনতার সংকল্প,
মজবুত ও সফল এবং সার্থক
হোক লেখনির মুক্ত কন্ঠস্বর তথাপি
ভেদাভেদ নির্মূলের নিরলস প্রচেষ্টা।

প্রতিটি কলমে মানবতাবোধক
দায়িত্বশীল আহবানের হাতছানি
অব্যাহত না থাকলে বেড়েই চলতে
পারে জাত বিজাতের কাঁদা
ছুড়াছুঁড়ি ও খড়্গ তরবারির মল্লযুদ্ধ
অতঃপর
মানুষে মানুষে দ্বন্দ বিরাগ বৈষম্যের
চাকা পৃষ্ঠে মানবতার দীপ্ত শিখা
নিভে গেলে পরে ব্যর্থতায় ক্রন্দিবে
মানবতা পুঁজারী মানবকূল থমকে
যাবে লেখনী কলম,
বিদগ্ধ যত তোমরা শান্ত হও সন্মানে
হানী নাই মহা মানবের আদর্শের
অনুস্মরণে মানবতার নিকট হও নত।

জাতীয় কবি নজরুল এর শানিত
লেখনিতে গানে কবিতায় হিন্দু
মুসলিমের মন মেজাজে সাম্প্রদায়িকতা
নির্ভর আত্মাকে বিনাশ করার
লক্ষ্যে ওনার ক্ষুরধার সাহিত্যে
সাম্য আর শান্তির আহবানে কত গান
কতই কবিতা লিখেছেন অথচ
আজ অাকাশ পথ পাড়ির যুগে
আমরা মাটিতে দাঁড়িয়ে
জাত বিজাতের প্রশ্নে একে অপরকে
বিষাদ বিদ্রূপ কুৎসা কটুক্তি বিবাদ
বিচ্ছেদে রক্তের হোলি খেলায় মত্ত,
খুবই লজ্জা লাগে –
আসুন নজরুলের আহবানে –

“গাহি সাম্যের গান”
– আমি বলি কি শোনেন,
আমরা সকলেই তো এক প্রেমিকের
মানুষ,
– হিন্দু বৌদ্ধ মুসলমান খৃষ্টান,
মানুষে মানুষে এক হও মানব ধর্মের
হোক পবিত্র প্রাণ।

এ পথে চলতে আমাদের কারোর
কোন বাঁধা থাকার কথা নয়,
ধর্ম,বর্ণ,গোত্র,ভেদাভেদ ভুলে
মানবতার হাত ধরে বিশ্ব জগৎ এ মানবতার জয় সুনিশ্চিত করার মাধ্যমে পবিত্র অন্তরে প্রতিষ্ঠিত হবে
প্রাণের ধর্ম এতেই ধর্ম দ্রষ্টা মুহাম্মদ,
যিশু,কিন্বা গৌতম,কৃষ্ণ রাম।

মন্তব্য

আরও পড়ুন

You cannot copy content of this page