বান্দরবান জেলা প্রতিনিধি >>> গত রবিবার১৬ মার্চ ২০২৫ সকাল ১১ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ রেস্ট হাউজ মিলনায়তনে আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে সীমান্ত মাদক চোরাচালনা বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা আয়োজন করা হয় ।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাপরিচালক ড. মুহাম্মদ সাইফুর রহমান ও সভাপতি করেন বান্দরবান জেলার কমান্ডেন্ট অফিসার মো. মোতালেব হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন, উপজেলা আনসার-ভিডিপি অফিসের প্রশিক্ষক আবদুল্লাহ সিকদারসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলার শতাধিক আনসার সদস্য অংশ নেন।প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম অঞ্চলের উপ-মহাপরিচালক ড. মুহাম্মদ সাইফুর রহমান বলেছেন, সীমান্ত চোরাচালান বন্ধে আনসার বাহিনীকে আরও কঠোর হতে হবে। তিনি বলেছেন, রোহিঙ্গা পারাপারসহ অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে আনসার বাহিনীকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।বাল্য বিয়ে প্রতিরোধ এবং মাদক পাচার রোধ বিষয়ে তিনি বলেন, আনসার বাহিনীর প্রতিটি সদস্যকে বাল্য বিয়ে, মাদকদ্রব্য পাচার, বিক্রি ও সেবন সম্পর্কে সচেতন থাকতে হবে এবং সজাগ দৃষ্টি রাখতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনীর প্রতিটি সদস্যের আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্তব্য