৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> নেত্রকোনা >> ময়মনসিংহ >> সোস্যাল মিডিয়া
  • মদনে নানান আয়োজনে পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস
  • মদনে নানান আয়োজনে পালিত হচ্ছে হানাদার মুক্ত দিবস

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ মোশারফ হোসেন।মদন উপজেলা প্রতিনিধিঃ

    নেত্রকোণা মদন উপজেলায় ১৯৭১ সালের ৬ নভেম্বর হানাদারদের কবল থেকে মুক্ত হয় হাওর অঞ্চলের থানা মদন। যথাযথ মর্যাদা ভাবগাম্ভীর্য ও উৎসাহ – উদ্দীপনায় বিভিন্ন আয়োজনের ভেতর দিয়ে হানাদার মুক্ত দিবসটি পালন করা হয়েছে।
    দিবসটি উপলক্ষে আজ সোমবার (৬ নভেম্বর) বিকালে উপজেলার মুক্তি যোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গন থেকে জাতীয় পতাকা উওোলণের মাধ্যমে দিবসটি সূচনা হয়। উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন উপজেলা পরিষদের এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন বিভিন্ন শ্রেনীর পেশার মানুষ। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌসের সঞ্চালনায় পাবলিক হল মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান এমপি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস খালিয়াজুরি সার্কেল মোহাম্মদ রবিউল ইসলাম মদন থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তাওহীদুর রহমান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম,মদন পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার খান এখলাছ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম প্রমুখ। এর আগে দিবসের প্রারম্ভে সম্মুখ যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের কবরে পুষ্পস্তবক অর্পণ। বিকালে বিভিন্ন মসজিদ,মন্দির,গীর্জা,প্রার্থনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অবশেষে ৬ নভেম্বর মুক্তিযোদ্ধাদের সঙ্গে টানা ১৭২ ঘন্টা যুদ্ধ হয় পাক বাহিনী সাথে ওরা টিকে থাকতে না পেরে ক্যাম্প থেকে রাতের আধারে পাক বাহিনী পলায়ন করে। ওই দিনই মদনের আকাশে ওড়ানো হয় স্বাধীন দেশের পতাকা।এছাড়া সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা শিল্পী গোষ্ঠী।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page