মোঃফেরদৌস প্রতিনিধি পিরোজপুর
পিরোপুরের মঠবাড়িয়া উপজেলায় দুস্থ ও অগ্নীকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৮০বান ডেউটিন এবং চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সরকারি হিসাব সম্পাকিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর -৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য ডাঃ রুস্তুম আলী ফরাজী উপস্থিত থেকে ক্ষতি গ্রহস্তদেও মাঝে ডেউটিন ও চেক বিতারণ করেন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদূল কাইয়ূম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যলয়ের বেল্লাল হোসেন, শকিল আহন্মেদ শহিদুল ইসলাম, মোনায়েম শিকদার ,গণমাধ্যম কর্মি সমাজ সেবক ও বিভিন্ন দপ্তরের প্রধার গন ।উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মিলন তালুকদার জানান, সম্প্রতি উপজেলার বাইশকুরা বাজার ও তুষখালী বাজারে অগ্নীকান্ডে ২০টি দোকান পুড়ে ভূস্মিভুত হয়।সে কারণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয় থেকে সংসদ সদস্যের প্রচেষ্টায় ২৮০জন দুস্থ ও অগগ্নীকান্ডে ক্ষতিগ্রস্তদের অনুকুলে ৩’শ বান ডেউটিন ও অর্থ বরাদ্ধ করান।বরাদ্ধ পাওয়া অর্থ ও ডেউটিন ক্ষতিগ্রস্থদের জন প্রতি ৩বান ডেউটিন ও ৬ হাজার টাকার চেক এবং দুস্থদের প্রতকের ৩হাজার টাকার চেক বিতারণ করা হয়েছে।
মন্তব্য