মোঃফেরদৌস পিরোজপুর প্রতিনিধি
“নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৪ জুলাই থেকে শুরু হওয়া ৩০ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর নানা কর্মসূচি গ্রহণ করেছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবদুল কাইয়ুম এর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালিতে অংশ গ্রহন ও বক্তব্য প্রদান করেন,সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পিরোজপুর -৩ মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী।এছাড়ও বক্তব্য দেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস,জেলে প্রতিনিধি ওমর ফারুক,জেলে হাবিবুর রহমান,অমিত কুমার সরকার প্রমুখ। জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাঃ ডাঃ নুর আলম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মনিরুজ্জামান সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা- কর্মচারী,উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য জীবি, মৎস্য জীবি সমিতির সদস্যরা,গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধি অংশগ্রহন করেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজী এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ুম উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করেন।
বার্তা প্রেরক,মোঃফেরদৌস
মন্তব্য