রাবি প্রতিনিধি
বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে সংগঠনবিরোধী ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়সহ চার জনকে বহিষ্কার করা হয়েছে।বহিষ্কৃত অন্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ, একই হলের কর্মী শাকোয়ান সিদ্দিক প্রাঙ্গণ ও শহীদ হবিবুর রহমান হল ছাত্রলীগের কর্মী মহিবুল মমিন সনেট। প্রসঙ্গত, ১৮ আগস্ট নগরীর মতিহার থানায় জালিয়াতি করে শিক্ষার্থী ভর্তি করার অভিযোগ এনে তন্ময়, রাজু, প্রাঙ্গণ ও সনেটের নামে মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।একই দিনে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে তাদের বিরুদ্ধে আরেকটা মামলা হয়।জানা গেছে, ২০২২-২৩ সেশনে রাবির প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় জালিয়াতি করে ভর্তি করার শর্তে আহসান হাবীব নামের এক ভর্তিচ্ছুর সঙ্গে ৪ লাখ ৮০ হাজার টাকা চুক্তি করে অভিযুক্ত তন্ময়। চুক্তি অনুসারে ভর্তির সুযোগ পায় ও শিক্ষার্থী। গত ১৭ আগস্ট রাবিতে ভর্তিও হন আহসান।কিন্তু চুক্তির টাকা সম্পূর্ণ পরিশোধ না করায় ক্যাম্পাস থেকে আহসানকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন সনেট, প্রাঙ্গণ ও রাজু। এ ঘটনা জানার পর প্রক্টরিয়াল টিম আহসানকে উদ্ধার করে। কিন্তু জালিয়াতির অভিযোগ আহসানকে সেদিনই পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মন্তব্য