আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ
র্যাব এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে র্যাব-৫ বিভিন্ন সময় পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার অভিযান পরিচালনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ন মামলার আসামী গ্রেফতার করে থাকে। তারই ধারাবাহিকতায় র্যাব-৫, সদর কোম্পানী রাজশাহী’র জিডি নং-১৫, পিসিসি নং-২৩৭/২৩, তারিখ- ০১/০৮/২০২৩ খ্রিঃ মূলে রাজশাহী জেলার চারঘাট থানাধীন বামনিদহ (বামনিদহ দেড়পাড়া) গ্রামস্থ জনৈক মোঃ সিরাজুল ইসলাম(৫০) এর পুকুর পাড়ের মাছের ঘেরের জায়গায় পূর্ব-মুখি বসতঘরের মালিক পলাতক আসামী মোঃ মারুফ হোসেন(৪৬) পিতা-মৃত মজিদ, উভয় সাং- বামনিদহ, পোঃ পরানপুরদহ, থানা-চারঘাট, জেলা-রাজশাহী এর বসতঘরের সামনে বারান্দার সাথে লাগানো পুকুর পাড়ে চাষরত অবস্থায় ০১(এক)টি সতেজ অবৈধ মাদকদ্রব্য গাঁজার গাছ, যাহার যাহার ওজন অনুমান-২০কেজি এবং উচ্চতা অনুমান-১২ ফুট , ডালপালা সবুজ রংয়ের পাতাসহ আসামী ১। মোছাঃ মুনজুরা খাতুন (৩৩), স্বামী- মোঃ মারুফ হোসেন, সাং- বামনিদহ, পোঃ পরানপুরদহ, থানা-চারঘাট, জেলা-রাজশাহী কে আটক করেউক্ত গ্রেফতারকৃত আসামীকে গাঁজা গাছ সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তাহার দেওয়া তথ্য মতে গাঁজা গাছ চাষ করে গাঁজা উৎপাদন করে ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত উক্ত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য চারঘাট থানায় এজাহার দায়ের করা হয়েছে।











মন্তব্য