মোঃ ওবায়দুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি>>>>
সুফলা রাণী উপজেলার ভানোর ইউনিয়নের ভানোর বাঙ্গাটুলী গ্রামের তরণী বানিয়ার ছেলে ভূপেন চন্দ্রের কন্যা। সুফলা ধনীর হাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।ভানোর ইউনিয়নের বাঙ্গাটুলী ডাঙ্গিপাড়া গ্রামের পবন চন্দ্রের ছেলে শান্ত চন্দ্র (২২) এর সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা জানতে শান্ত’র বাসায় গেলে সাক্ষাৎকারে বিষয়টি শিকার করে, যে মেয়েটি আমাকে দেখা করতে বললে আমি তাদের বাড়ীতে যাই। সেখানে মেয়ের পরিবারের লোকজন আমাকে আটকে রাখে।স্হানীয় লোকজনের মধ্যে জানা গেছে, সোমবার (২৬ জুন) দিনগত রাতে শান্ত সুফলার সঙ্গে দেখা করতে যায়। সেখানে তাকে আটকে রাখার পর, শান্ত’র পরিবারের লোকজন সেখানে গিয়ে বিয়ের কথাবার্তা ঠিক করে, শান্তকে বাসায় নিয়ে আসে। কিন্তু ঐ রাতের শেষ দিকে, সূফলার পরিবারের লোকজন ভোরবেলা সূফলাকে শান্তর বাড়ীতে পৌঁছে দেয়।ধনীর হাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুঠো ফোনে জানিয়েছেন,সুফলা ঐ স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী। বিষয়টি গোপন করার চেষ্টা করেন, ছেলে ও মেয়ের পরিবার।ছেলের বক্তব্য নিয়ে আসার কিছু পর কিন্তু মেয়ের বাড়ীতে এসে দেখা যায়, ছেলের পরিবারের লোকজন মেয়ের বাড়ীতে উপস্থিত ।
মন্তব্য