মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালীর কুয়াকাটায় বাবার ইচ্ছে পূরণ করতে নতুন বউকে হেলিকপ্টারে করে নিজ বাড়িতে নিয়ে আসলেন ছেলে ডাক্তার তৌফিকুল ইসলাম রনি। এ সময় হেলিকপ্টারে বরযাত্রা দেখতে শত শত উৎসুক নারী-পুরুষ ভিড় জমান।আজ শনিবার দুপুর ২টায় কুয়াকাটা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির পাশে খোলা মাঠে স্ত্রী ডা. নীলিমা আফরিন নওমীকে নিয়ে ডা. তৌফিকুল ইসলাম রনি হেলিকপ্টারে অবতরণ করেন। এর আগে গতকাল শুক্রবার শরীয়তপুরের জাজিরার মো. নুরুজ্জামান বেপারীর বড় মেয়ে ডা. নীলিমা আফরিন নওমীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রনি। বর রনির চাচতো বোন ফারজানা সাথী বলেন, ‘আমার ছোট ভাই ও ভাবিকে আজকে হেলিকপ্টারে করে নিয়ে আসছেন আমার চাচায়। এটা তার একটি স্বপ্ন ছিল। আমরা সবাই দেখতে আসছি। কনে নওমী জানান, ‘আমার স্বামী আজ তার বাবার স্বপ্ন পূরণ করেছে। এতে আমি অনেক আনন্দিত। হেলিকপ্টারে বউ আনার বিষয়ে চিকিৎসক তৌফকিুল ইসলাম রনি বলেন, ‘আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই আমার বাবার খুব ইচ্ছা, আমি চিকিৎসক হব এবং বিবাহের পরে আমি যেন হেলিকপ্টারে করে বউ নিয়ে আসি। আজ বাবার ইচ্ছা পূরণ করতেই হেলিকপ্টারে করে বউ আনলাম।
মন্তব্য