বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে যাত্রীবাহী একটি গাড়িকে লক্ষ্য করে বন্দুকধারীদের হামলার পর চারজন পর্যটক আহত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ। অবশ্য এদের কেউ গুলিবিদ্ধ হয়ে আহত হননি।এরা সবাই প্রাথমিক চিকিৎসা শেষে নিজ বাড়িতেই রয়েছেন বলে জানিয়েছেন পুলিশ।বান্দরবান সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী বলছেন, তার ভাষায় “পাহাড়ি সন্ত্রাসীরা” শনিবার সন্ধ্যেবেলার এই হামলার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে । তবে তাদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।মি. চৌধুরী বলেন, যে গাড়িটিতে হামলার ঘটনা ঘটেছে সেটি স্থানীয়ভাবে ‘চাঁদের গাড়ি’ নামে পরিচিত। হামলার সময় গাড়িটিতে ১৭ জন যাত্রী ছিলেন। এদের সবার বাড়ি পার্শ্ববর্তী জেলা রাঙামাটিতে। এরা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী মারমা সম্প্রদায়ের সদস্য বলে জানা গেছে।
মন্তব্য