আবুল হাশেম, রাজশাহী ব্যুরোঃ
রাজশাহীর বাঘা থানাধীন মীরগঞ্জ মোড় এলাকায় বিকেল- ৪ টা ৩০ মিনিটে অপারেশন পরিচালনা করে বিদেশী পিস্তল-০১টি, ম্যাগজিন-০১টি, মোবাইল-০১টি, সীম-০১টি উদ্ধার করেছে র্যাব-৫। আসামী মোঃ ইতিবুর রহমান @ রুন্টু (৪২), পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-গ্রাম শিবপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে। ঘটনার বিবরণে প্রকাশঃ- গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ মোড় এলাকায় পাঁকা রাস্তার উপর ০১ জন ব্যক্তিঅবৈধ মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদ ঘটনাস্থল মীরগঞ্জ মোড়ে পাঁকা রাস্তার উপর পৌছা মাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টা কালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তার নিকট অবৈধ অস্ত্র আছে। পরবর্তীতে র্যাবের টিম ধৃত আসামীর দেহ তল্লাশীকালে তার পরিহিত প্যান্টের বেল্টের সাথে কোমরের সামনের দিকে স্বচ্ছ রংয়ের কসটেপ দ্বারা পেঁচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত অবৈধ অস্ত্র উদ্ধার করে। উক্ত বিদেশী পিস্তল ও ম্যাগজিন বিক্রয়ের উদ্দেশ্যে তার নিকট
রেখেছিল বলে র্যাবকে জানায়। তার পিসিপিআর যাচাই করে জানা যায় ইতিপূর্বে তার আরও একটি মাদক মামলা রয়েছে।উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে।
মন্তব্য