আবুল হাশেম, রাজশাহী ব্যুরো চীফঃ
রাজশাহীর বাঘায় ২ ফার্মেসী ও এক ক্লিনিককে বিভিন্ন অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাঘা উপজেলা প্রশাসন।আজ বুধবার(১৮ অক্টোবর) বেলা ৩টায় বাঘা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল আহম্মেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু চত্বর মোড় এলাকায় জননী ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় সেখানে মেয়াদত্তীর্ণ ওষুধ বিক্রি ও অবৈধ ভেজাল ঔষধ বিক্রির দায়ে ফার্মেসির মালিক আশরাফুল হক(মিলন)কে ৮ হাজার টাকা জরিমানা, করা হয়। আরো দুইটি পৃথক অভিযানে মেসার্স মেডিসিন কর্ণার এর মালিক পিয়াস কে ১০০০০/ টাকা জরিমানা করা হয়। এবং বাঘা বাজার সংলগ্ন ফাতেমা ক্লিনিকের মালিক মোক্তার বারিকে চার্টে উল্লেখিত মূল্যের চেয়ে রোগীদের থেকে বেশি মূল্যের অর্থের বিনিময়ে সেবা দেয়ার অপরাধে ৭০০০/- টাকা জরিমানা করা হয়। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন২০০৯ এর ধারার অন্তর্ভুক্ত।
মন্তব্য