আনোয়ারুল আজিমঃ (চাটখিল)নোয়াখালী প্রতিনিধি>>> নোয়াখালী চাটখিল উপজেলায় বাংলা ১৪৩১ বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।চাটখিল উপজেলা প্রশাসন বাঙালি ঐতিহ্য বাংলা বর্ষবরণ ১৪৩১ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়,সূর্য উদিত হওয়ার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী শিক্ষক সরকারি কর্মকর্তা সমন্বয়ে বর্ণিল সাজে সজ্জিত হয়ে ডাক ঢোলের তালে এসো হে বৈশাখ গান বাজিয়ে নেচে গেয়ে উপজেলা পরিষদ থেকে শুরু করে বর্ণাঢ্য শোভাযাত্রা।উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের বর্ষবরণ মঞ্চে এসে শেষ করে।পরে বর্ষবরণ মঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনে শিল্পীরা গান পরিবেশন করে দর্শকদেরকে মাতিয়ে তোলেন।অনুষ্ঠানের সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা প্রশাসনের নব যোগদানকারী নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন, চাটখিল পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন ।উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী ও শিক্ষক মন্ডলী।উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন।
মন্তব্য