মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালীতে নানা আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার(০৮ অক্টোবর) সকালে মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরন অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাজাহান খান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোদাচ্ছের বিল্লাহ । স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরীন শারমিন। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর প্রধানগন, রাজনৈতিক নেতা-কর্মী, জনপ্রতিনিধি, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মহিলা আওয়ামী লীগের উদ্যেগে সার্কিট হাউস প্রাঙ্গনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়।
মন্তব্য