৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
চট্টগ্রাম মেডিকেলে রেইনবো ফাউন্ডেশনের মাসব্যাপী ইফতার বিতরণ রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সংকট আরাকান আর্মি! ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ,চরম ক্ষয়ক্ষতির আশঙ্কা বিপিএলে খুলনাকে হারিয়ে জয়ে ফিরল রাজশাহী বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান ইতালির আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপিত দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী 
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> চিত্র বিচিত্র >> জাতীয় >> জীবন গল্প >> দেশজুড়ে >> ফেনী
  • ফেনী চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেফতার
  • ফেনী চাঞ্চল্যকর স্কুল ছাত্রী ধর্ষণের মামলার প্রধান আসামি গ্রেফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> ফেনী সদর থানার আলোচিত ও চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী ধর্ষণ মামলার পলাতক আসামি দেলোয়ার হোসেন’কে গ্রেফতার করেছে র‍্যাব।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধা ৬ টার দিকে ফেনী মডেল থানাধীন আবুপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।আটককৃত-দেলোয়ার হোসেন (২৬),ফেনী জেলা আবুপুর উপজেলার – মনির উদ্দিনের পুত্র।চট্টগ্রাম র‍্যাব -৭ সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শরীফ-উল আলম জানান।ভুক্তভোগী ভিকটিম(১৪) ফেনী জেলার ফেনী সদর থানা এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্টানের অষ্টম শ্রেনীর শিক্ষার্থী। অপ্রাপ্তবয়স্ক ভিকটিম স্কুলে আসার যাওয়ার পথে প্রায় সময়ে নির্দিষ্ট একটি রুটের বাসে চলাচল করতো। গ্রেফতারকৃত আসামি দেলোয়ার হোসেন ঐ নির্দিষ্ট রুটের বাসে বাস চালক হিসেবে চাকরি করতো। সে সুবাদে আসামির সাথে ভিকটিমের পরিচয় হয় এবং পরিচয়ের সূত্র ধরে আসামির সাথে ভিকটিমের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মামলার প্রথম ঘটনার দিন সকালে ভিকটিম ফেনী শহরে তার খালার বাসায় যাওয়ার জন্য রওনা করে। আসামি চালিত বাস এলে ভিকটিম উক্ত বাসে যাত্রী হিসেবে উঠে। পরবর্তীতে আসামি তার বাসটি ফেনী শহরে এনে সকল যাত্রীদের নামানোর পর তার বাসটি কুমিল্লা বাসস্ট্যান্ডে রেখে ভিকটিমকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে পুনরায় বাসটি নিয়ে ভিকটিমকে সহ আবুপুর বাসস্ট্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে আসামি ইচ্ছাকৃতভাবে অন্যকোন যাত্রী বাসে উঠানো থেকে বিরত থাকে। ভিকটিম তার পৈতৃক বাড়ির সন্নিকটে পৌঁছানোর পর বাস থেকে নামতে চাইলে আসামি কৌশলে ভিকটিমকে নিয়ে আবুপুর বাসস্ট্যান্ডে চলে যায়। পরবর্তীতে বাসস্ট্যান্ডের পিছনে নির্জন স্থানে বাসটি রেখে বাসের সকল দরজা জানালা বন্ধ করে বাসের মধ্যে জোরপূর্বক ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে আসামি দেলোয়ার হোসেন প্রথমবার ধর্ষন করে। পরবর্তীতে আসামি দেলোয়ার হোসেন ভিকটিমকে কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে একটি সিএনজি যোগে ভিকটিমের বাড়ির সামনে ভিকটিমকে নামিয়ে দেয়। উক্ত ঘটনার কিছুদিন পর আসামি ভিকটিমকে ধর্ষণের বিষয়ে সবাইকে জানিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে পুনরায় তাকে আবুপুর বাসস্ট্যান্ডের পিছনে নির্জন স্থানে নিয়ে পূর্বোক্ত বাসের ভিতরে ভিকটিমকে পুনরায় তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। উক্ত বিষয়ে কাউকে কিছু বললে ভিকটিমের ক্ষতিসাধন করবে মর্মে হুমকি প্রদান করলে আসামির ভয়ে অপ্রাপ্তবয়স্ক ভিকটিম তার পরিবারকে কিছু বলা থেকে তখন পর্যন্ত বিরত থাকে। পরবর্তীতে আসামি পুনরায় ভিকটিমকে চাপ প্রয়োগ করে ধর্ষণ করতে চাইলে ভিকটিম তার পরিবারকে বিষয়টি সম্পর্কে অবহিত করে। উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ফেনী জেলার ফেনী সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩২/৩৫১, ২০২৪ ইং,র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত মামলা রুজু হওয়ার পর এজাহারনামীয় একমাত্র পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামি দেলোয়ার হোসেন ফেনী জেলার ফেনী মডেল থানাধীন আবুপুর এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি দেলোয়ার হোসেন (২৬)কে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করে । গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে সে মামলা দায়ের হওয়ার পর হতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে অবস্থান করে আসছিল।

    গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ফেনী জেলার ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page