মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি,ফরিদপুর:>>>
ফরিদপুরের নগরকান্দায় সরকারি হাসপাতালের ডাক্তার নজরুল ইসলাম ডিউটি ফাঁকি দিয়ে নগরকান্দা ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখা অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী রোগীদের অভিযোগের ভিত্তিতে ৫ জুলাই বুধবার সকাল ১১ টা ৩০ মিনিটে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে গিয়ে কর্তব্যরত ডাঃ নজরুল ইসলামকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায় তিনি নগরকান্দা ডায়াগনষ্টিক সেন্টারে রুগী দেখছেন। বেলা ১২ টায় গিয়ে নগরকান্দা ডায়াগনস্টিক সেন্টার এর আল্ট্রাসনো কক্ষে আগত রুগীদের আল্ট্রাসনো করতে ও রিপোর্ট প্রদান করতে দেখা যায়। নগরকান্দা ডায়াগনষ্টিক সেন্টারে আগত কয়েকজন রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা হলে তারা জানান নগরকান্দা সরকারি হাসপাতালের ডাঃ নজরুল ইসলাম কে দিয়ে আল্ট্রাসনো করিয়ে রিপোর্ট নিচ্ছেন। এসময় মেডিকেল অফিসার ডাঃ নজরুল ইসলাম কে সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে নগরকান্দা ডায়াগনস্টিক সেন্টারে ডিউটি করার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন হাসপাতালের ইউ, এইচ, এফ, পি, ও স্যার জানে – তাকে বলে এখানে কাজ করছি।নগরকান্দা ডায়াগনষ্টিক সেন্টার এর রিসেপশনে ডিউটিতে যিনি রয়েছে তিনি বলেন সরকারি হাসপাতালের ডাঃ নজরুল ইসলাম আমাদের এখানে আল্ট্রাসনো করে রিপোর্ট দিচ্ছে, এছাড়া আমাদের যখন প্রয়োজন তখনই তাকে ফোন করে নিয়ে আসি।এবিষয় নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ, এইচ, এফ পি, ও (ভারপ্রাপ্ত) তানসিভ জুবায়ের ( নাদিম) বলেন, ডাঃ নজরুল ইসলাম এর অফ- ডে ছিলো, বেলা ১ টা ৫০ মিনিটে হাসপাতালের জরুরী বিভাগে বসে রুগী দেখার বিষয় তাকে অবগত করলে তিনি বিষয়টি ক্ষতিয়ে দেখে জানাবেন বলে এ প্রতিনিধিকে বলেন।হাসপাতালে চিকিৎসা নিতে আসা লোকজন অনেকেই বলেন কে ডাক্তার আমরা চিনিনা জরুরী বিভাগে চিকিৎসা করাতে এলে যারা উপস্থিত থাকেন তারাই ডাক্তার হিসাবে চিকিৎসা প্রদান করেন।হাসপাতালে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। কর্তব্যরত চিকিৎসকরা অনুপস্থিত থেকে অনাড়ি- ইন্টারনীদের দিয়ে চিকিৎসা সেবা প্রদান করছেন। সূত্রে জানা যায় হাসপাতালের বেশীরভাগ ডাক্তার হাসপাতালের বাহিরে প্রাইভেট চেম্বারে বসে রুগী দেখেন।
মন্তব্য