১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস লোহাগাড়ায় নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ২ শিশু ধর্ষণের দায়ে বান্দরবানে যুবকের যাবজ্জীবন সিডিএর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মালামাল চুরি নাগেশ্বরীতে মানসিক প্রতিবন্ধীকে বেধরক মারপিটের অভিযোগে স্মাইলস চ্যারিটি ফাউন্ডেশন (ইউএসএ) এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়  সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সিরাতুন্নবী (সা:) উপলক্ষে আলোচনা ও আন্দোলনে শহীদের স্মরণে দোয়া মাহফিল কুড়িগ্রামে টেন্ডার ছাড়াই আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি করে টাকা আত্মসাৎ :
আন্তর্জাতিক:
আইসিসির সার্টিফিকেট পেয়ে আশরাফুলের চোখে নতুন স্বপ্ন চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেল ভূমি অফিস পরিদর্শন করলেন ভূমি উপদেষ্টা নির্বাচনের সময় জানিয়ে দিলেন উপদেষ্টা হাসান আরিফ ৪০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশের অপেক্ষায়, আরও ৫০০ রোহিঙ্গা পালিয়ে এলো বাংলাদেশে কেনিয়ার স্কুলে ভয়াবহ আগুন, ১৭ শিক্ষার্থী নিহত বন্যার্তদের জন্য প্রবাসীদের আমানত সফল ভাবে পৌছেদিলো মিলান বাংলা প্রেসক্লাব ইতালি ও ইকরা ইসলামিক একাডেমী চট্টগ্রামের মেয়ে-সারারা ঢাকা নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে সর্বউচ্চ বৃত্তি নিয়ে ফ্রান্স ইউনিভার্সিটিতে ভর্তির উদ্দেশ্যে আগমন। ক্ষমতায় গেলে গুম রোধে আন্তর্জাতিক কনভেনশন অনুযায়ী আইন করবে বিএনপি ভারতের গুজরাটে বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি ইসলামিক ফাউন্ডেশনকে ঢেলে সাজানো হবে: ধর্ম উপদেষ্টা
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> ফরিদপুর
  • ফরিদপুরে বিএনপির শামা ওবায়েদ রিংকু সহ ৩৬ জনের নামে হত্যা মামলা 
  • ফরিদপুরে বিএনপির শামা ওবায়েদ রিংকু সহ ৩৬ জনের নামে হত্যা মামলা 

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মিজানুর রহমান  বিশেষ প্রতিনিধি ফরিদপুর>>> ফরিদপুরের নগরকান্দায় গত ২১ আগষ্ট বুধবার বেলা ১১টার সময় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম বাবুল সমর্থক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুর সমর্থকদের সাথে সংঘর্ষ হয় এবং সংঘর্ষে কবির ভূঁইয়া(৫৫) নামে একজন মারা যায়।সংঘর্ষে নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে ২৪ আগস্ট নগরকান্দা থানায় বিএনপির নেত্রী শামা ওবায়েদ রিংকু কে প্রধান আসামী করে ৩৬ জন বিএনপির নেতাকর্মী সহ অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনের নামে মামলা করেন।মামলার আসামীরা হলেন বিএনপি নেত্রী ১।শামা ওবায়েদ (৫২),পিতা- মৃত কে,এম,ওবায়দুর রহমান,সাং- লস্করদিয়া,থানা- নগরকান্দা,জেলা- ফরিদপুর,২। মাসুদুর রহমান তৈয়ব (৪৫),৩।সাইফুর রহমান মুকুল (৫০), উভয় পিং- মৃত তোফাজ্জেল হক,সর্বসাং- নগরকান্দা, ৪। বাবুল তালুকদার (৫৫), পিতা- মৃত ফটিক তালুকদার, সাং- লস্করদিয়া, ৫।মিজানুর রহমান মিজান (৪৬),৬।আজিজুল মাতুব্বর (৫৮), সর্ব পিং- ফজলু মাতুব্বর,৭।আলমগীর হোসেন বকুল (৫৮), পিং- মৃত রশীদ মিয়া, ৮। বলা (৪২),৯। হাবিব (৩৯), সর্বপিং- বাদশা, ১০। রুবেল (২৮),পিং- আবুল, ১১। হাফিজ (৫০), পিং- মৃত কালাম, ১২। জামাল (৪০), পিং- ছত্তার মাতুব্বর, ১৩। সূর্য মাতৃব্বর (৫২), পিং- মৃত মাজেদ মাতুব্বর, ১৪। জাহিদুল (৪০), ১৫।ছাইদুল (৪৫), উভয় পিং- মৃত হালিম মোল্যা, সর্ব সাং- ছাগলদী, ১৬।হেলাল (৪৬), পিং- মৃত আলেম মুন্সি, ১৭। মিরান মোল্যা (৪২), পিং- আওলাদ মোল্যা, উভয় সাং- জঙ্গুরদি, ১৮। জাহাঙ্গীর (৪২), পিং- আনোয়ার, ১৯। হান্নান (৩৮), পিং- মৃত মোহাম্মাদ, সাং- মিনার গ্রাম ২০। তারা মিয়া (৫৫), পিং- মৃত লাল মিয়া, ২১। মুরাদ (৫২), পিং- মৃত তজির শেখ, সর্বসাং- শ্রীরামদিয়া,২২।রবমাতুব্বর (৬০), পিং- মৃত করিম মাতুব্বর, সাং- খৈয়া, ২৩। শাহাদাত মোল্লা (৫০), পিং- মালেক মোল্লা, সাং- ব্রাহ্মণডাঙ্গা, ২৪। মশিউর খাঁ (৪৫), পিং- হাশেম খাঁ, সাং- গোয়ালদি, ২৫। নুর ইসলাম (৪২), পিং- মাবু মাতুব্বর, সাং- নগরকান্দা, ২৬। রবি খাঁ (৩৫), পিং- বাবু খাঁ, সাং- বনগ্রাম, ২৭। সিদ্দিকুর রহমান তালুকদার (৫০), পিং- আয়নাল তালুকদার, সাং- রামকান্তপুর, ২৮। আসাদ মাতুব্বর (৪৫), পিং- নালু মাতুব্বর, সাং- সালথা, ২৯। জয়নাল আবেদীন (৫৫), পিং- নান্নু শেখ, সাং- সোনাপুর, ৩০। আজাদ খোন্দকার (৪৫), পিং- মৃত আয়নাল খোন্দকার, সাং- গট্টি, থানা- সালথা, ৩১। আসাদুজ্জামান (৪৫), পিং- আয়নাল মাতুব্বর, সাং- বাগাট, ৩২। নুর আলম (৩১), পিং- আলী, সাং- ছাগলদী, ৩৩। ফরিদ মোল্যা (৪৮), পিং- মোহন মোল্যা, সাং- ছাগলদী, ৩৪। সুমন মাতুব্বর (৪০), পিং- মৃত হিরু মাতুব্বর, সাং- নগরকান্দা, ৩৫। শহীদুল (৩৫), পিং- মৃত বাজারি তালুকদার, সাং- ছাগলদি, ৩৬। হাফিজ শরীফ (৫২), পিং- মালেক শরীফ, সাং- ঝাটুরদিয়া, থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুরগনসহ আরও ৫০/৬০ জন। থানায় বাদীর করা এজাহারে উল্লেখ্য যে ঘটনার দিন বিএনপির নেত্রী শামা ওবায়েদ রিংকুর নেতৃত্বে তার দলবল,রামদ্যা, ছ্যানদ্যা,ভেলা, সড়কী, লোহার রডসহ জীবন নাশক মারাত্মক অস্ত্র-সন্ত্রসহ অবস্থান নেয়। ইতি মধ্যে আমার স্বামী বাড়ি থেকে নগরকান্দা বাজারে সদাই করার উদ্দেশ্যে যাওয়ার সময় একই দিন বেলা ১১:৩০ মিনিটে নগরকান্দা বেলি ব্রিজের পশ্চিম পার্শ্বে মিনারগ্রাম ভ্যান ষ্ট্যান্ড সংলগ্ন রাস্তার উপর পৌঁছানো মাত্রই ৪ নং আসামী বাবুল তালুকদার বলে ওকে মারধর খুন কর শামা আপা হুমুক দিয়েছে। শহীদুল ইসলাম বাবুলের লোকদের যাকে যেখানে পাবি তাকে খুন করবি। তাতে মামলা মোকদ্দমা যা হয় আমি দেখব। শামা ওবায়েদের নির্দেশে এবং বাবুল তালুকদারের হুকুমে ২নং আসামী মাসুদুর রহমান তৈয়ব হাতে থাকা ১৮ইঞ্চি ভ্যালা দিয়া খুন করার উদেশ্যে আমার স্বামীর বুক পেচাইয়া কোপ দিলে সে একটু সরিয়া গেলে তাহার কোমরের ডান পশ্বের দিকে লাগিয়া এফোড় ওফোড় হইয়া যায়। তখন সে মাটিতে পড়িয়া গেলে খুন নিশ্চিত করার জন্য ৫নং আসামী তার হাতে থাকা লোহার রড দিয়া আমার স্বামীর মাথায় বাড়ি মারিয়া মারাত্মক রক্তাক্ত জখম করে। ইতিমধ্যে মৃত নিশ্চিত করায় ৭নং আসামী বকুল মাতুব্বর, ১৮ নং আসামী জাহাঙ্গীর এবং ৯,১০,১১ নং আসামীগন এ্যালোপাথাড়িভাবে বাইরেইয়া মৃত্যু নিশ্চিত করার চেষ্ঠা করে। তখন স্বাক্ষী।১।মোঃ নান্নু শেখ, পিং- মৃত ফটিক, ২। আব্দুল আলী,পিং- মৃত সফিজদ্দিন,৩।আব্দুল মান্নান, পিং- মৃত আদেল,৪।ছিয়াম, পিং- সৈয়দ আলী,সর্বসাং- ছাগলদী,৫।বিল্লাল হোসেন মোল্যা, পিং- মৃত মতিয়ার হোসেন মোল্লা, সাং- মিনার গ্রাম গন আগাইয়া আসিলে স্বাক্ষী নান্নু শেখকে রড দিয়া বাড়ী মারে আসামী জাহিদুল।স্বাক্ষী ছিয়ামকে খুন করার উদ্দেশ্যে হাতে থাকা রাম দ্যা দিয়া মাথার ডান পাশে কোপ মারিয়া মারাত্বক রক্তাক্ত জখম করে আসামী আজিজুল মাতুব্বর এবং ছিয়ামকে খুন করার উদ্দেশ্যে আসামী হেলালও কোপ দেয়।৪নং স্বাক্ষী বিল্লাল মোল্লা আগাইয়া আসিলে তাহাকে দাবড় দেয় এবং সকল আসামীগনসহ আরও অনেকে তার বাড়ির তৃতীয় তলা ভাংচুর এবং লুট করিয়া নেয়।তখন কবির ভূইয়া মাটিতে লুটিয়া পড়িলে তাৎক্ষনিকভাবে সি. এনজি ড্রাইভার ইকরাম পিং- নানু মাতুব্বর, সাং- ছাগলদী এর সিন. এসজিতে করে স্বাক্ষী ১।কামরুল, পিতা- আজিজুল,২।গিয়াস, পিং- মকলেস,উভয়সাং- ছাগলদী,থানা- নগরকান্দা, জেলা- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পোস্টমর্টেম করার পর লাশের দাফন সম্পুর্ন হয়।বিএনপি নেত্রী শামা ওবায়েদ রিংকু এই প্রতিবেদককে বলেন ঘটনার দিন আমি ঢাকায় ছিলাম শুনেছি কৃষকদলের শহিদুল ইসলাম বাবুল ঢাকা থেকে  গাড়ি বহর নিয়ে তার নিজ এলাকায় গিয়ে  সমাবেশের নামে  সংঘর্ষর ঘটনা ঘটায়।এই মামলায় ঘটনা স্থানে না থাকলেও তাদের অনেকের নামে মামলায় আসামী করা হয়েছে।কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেন,ঘটনার দিন আমার নিজ এলাকায় শান্তি সমাবেশ করবো সে উপলক্ষে আমার কৃষক দলের লোকজন আমাকে ভালো বেসে গাড়ি বহরের করে  নেয়ার সময় শামা ওবায়েদ রিংকুর সমর্থকরা হামলা চালিয়ে গাড়ি ভাঙ্গচুর করে ও কয়েকটি  মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়।এছাড়া নগরকান্দা বাজারে আমার নেতাকর্মীদের উপর হামলা চালায়।সে সময় আমার সমর্থক কবির ভূঁইয়াকে তারা কুপিয়ে মারে।নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন, নিহত কবির ভূইয়ার স্ত্রী মোনজিলা বেগম (৪৪) বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগের ভিত্তিতে শনিবার (২৪ আগস্ট) এ বিষয়ে হত্যা মামলা হয়েছে।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page