মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর : ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের খইয়া গ্রামে বাড়িতে প্রবেশ করে পিতা ও পুত্রকে কুপিয়ে গুরুতর আহত করলেন অবসরপ্রাপ্ত বিডিআর আবু চুকদার গংরা।গত ২১ জুলাই রবিবার বেলা দেড়টার দিকে নুরু গাজীর ঘরের ভিতর ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লোহার রড়, লাঠিসোঁটা দিয়ে বাইড়া ইয়া পিতা ও পুত্রকে গুরুতর আহত করায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যাক্ষদর্শীরা বলেন, প্রায় এক যুগ ধরে পুকুরের জায়গা জমি নিয়ে নুরু গাজীর সাথে প্রতিবেশী আবু চুকদার পিতা- মৃত কোরবান চুকদার এর সহিত জোগড়া বিবাদ মামলা মোকদ্দমা চলে আসছে।
একই গ্রামের শেখ কেরামত আলীর ছেলে শেখ সবেদ আলী বলেন, পুকুরে আমি পাট ধুয়ে ছিলাম সে সময় আবু চুকদার তার ভাই রব মাতুব্বর ও সৈয়দ আলী মাতুব্বরকে ফোন করে এবং কিছুক্ষনের মধ্যে তার ভাই রব মাতুব্বর, সৈয়দ আলী মাতুব্বর, রুস্তম মোল্লা, আহাদ মাতুব্বর, ইয়াদ আলী কাজী,সাবিনা বেগম পিতা- আবু চুকদার সহ তাদের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সুরকি, রামদা, লাঠিসোঁটা নিয়ে আমার কাছে আসে এবং আবু চুকদার ও সৈয়দ আলী মাতুব্বর আমাকে কিল-ঘুষি থাপ্পড় মারে তারপরই সে সকল লোকজন নুরু গাজীর বাড়িতে যায় এবং দোকানে থাকা নুরু গাজীর ছেলে রাসেল গাজী কে কুপিয়ে পিটিয়ে আহত করে এবং ঘরের ভিতর ঢুকে নুরু গাজীকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয় ও পিটিয়ে আহত করে।
স্হানীয় লোকজন অনেকে বলেন আবু চুকদার বিডিআর চাকরি করতেন তিনি অবসরে বাড়িতে এসে গ্রামে দল-পক্ষ চালাচ্ছে। যে কারনে গ্রামের মানুষ অশান্তিতে থাকি। নুরু গাজী ও আবু চুকদারের সাথে জায়গা জমি নিয়ে মামলা মকদ্দমা চলছে।
নুরু গাজী বলেন আমার নামে পুকুরে জমি রেকর্ড মামলা করে রায় ডিগ্রি আনছি তবুও আবু চুকদার জোর করে পুকুর দখল করে আছে দখল ছাড়ছেনা।ঘটনার দিন হঠাৎ করে আমার বাড়িতে এসে দোকান থেকে ছেলেকে কুপিয়ে বাইরাইয়া আহত করে এবং ঘরের ভিতর ঢুকে আমাকে কুপিয়ে পায়ের রগ কেটে দেয় এবং বাইরাইয়া গুরুতর আহত করে।অবসরপ্রাপ্ত আবু চুকদার পলাতক থাকায় ও তার লোকজন বাড়ি না পাওয়ায় তাদের বক্তব্য জানা যায়নি।
মন্তব্য