মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দা উপজেলা লস্কারদিয়া ইউনিয়নের আইনপুর গ্রামে মৃত মজিদ বিশ্বাসের ছেলে তিন সন্তানের জনক শাজাহান বিশ্বাস (৪৮) গলায় রাশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।৮ ডিসেম্বর শুক্রবার সকালে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় থেকে তার লাশ মাটিতে নামায়।আত্মহত্যার খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনা স্থানে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করেন।নিহতের পরিবার ও তার আত্বিয়স্বজন থেকে থানায় কোন অভিযোগ না করায় এবং নিহত ব্যাক্তি মানসিক রোগে আক্রান্ত ছিলো বলে পোস্টমর্টেম ছাড়াই আইনপুর মাদ্রাসা গোরস্থানে লাশ দাফন সম্পুর্ন কাজ শেষ করেন।
নিহতের স্ত্রী রাহেলা বেগম বলেন, রাতের আমার সাথে আমার স্বামী শাজাহান বিশ্বাস এর সাথে পারিবারিক ভাবে সে রাগান্নিত হয় এবং রাতে ঘরের মধ্যে খাটে গিয়ে সে একলা ঘুমায় আর আমি ও আমার বড় মেয়ে বারান্দায় ঘুমাই থাকি। ভোরে নামাজের জন্য আমার স্বামীকে ডাকতে গিয়ে দেখি ঘরের আড়ার সাথে তার লাশ ঝুলে আছে। আমার চিৎকার শুনে বাড়ির লোকজন এসে রশি কেটে তার লাশ মাটিতে নামায় এছাড়া রাহেলা বেগম আরও বলেন যে আমার স্বামী একজন মানসিক রুগী সে এর আগেও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে তখন হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে আনি।বাড়ির ও আশেপাশের লোকজন অনেকেই বলেন শাহজাহান মানসিক রোগে আক্রান্ত তার কখনো পরিবারের সাথে ও আশপাশের মানুষের সাথে খারাপ আচরন করে আবার কখোন খারাপও আচারণ করে।নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন বলেন আত্মহত্যার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট করি নিহতের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ না করায় এবং তাদের কোন আপত্তি না থাকায় লাশ পোস্টমর্টেম করা সম্ভব হয়নি।











মন্তব্য