মুরাদুল ইসলাম ( কুড়িগ্রাম) প্রতিনিধি>>>কুড়িগ্রামে গত দুই সাপ্তাহ ধরে দেশের উত্তর এলাকায় পানি কমতে থাকলেও এখনো অনেক ঘর বাড়ীতে পানি বন্দী আছে,বিশেষ করে নদী তীরবর্তী এলাকার মানুষ পানি বন্দী রয়েছে।সেই পানি বন্দী ও অসহায় বানভাসি মানুষের কথা চিন্তা করে রাজীবপুর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন কিছু অসহায় বানভাসি মানুষের কষ্ট লাঘবে নিজেদের ব্যক্তিগত অর্থায়নে তিন শত পরিবারকে চাল,ডাল,চিড়া মুড়ি তেল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করছে।এই উদ্যোগ সবার কাছে প্রশংসিত হয়েছে।তাই তারা দেশের বিত্তবান,সরকারি,বেসরকারি চাকরিজীবী সবাইকে আহবান করেছে এই সব অসহায় বানভাসি মানুষের পাশে দাড়াতে।এসময় উপস্থিত ছিলেন সফি মাষ্টার,আকতার বিপ্লবী ম্যাডাম সহ রাজীবপুর উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন প্রমুখ।











মন্তব্য