আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক>>> একজন সৎ, কর্মঠ, নিরহংকারী, দক্ষ ও মানবিক জেলা প্রশাসক হিসেবে ইতোমধ্যে যিনি চট্টগ্রামের মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ৷ জেলা বাসীদের কাছে বিপদে আপদে যে নামটি সবার আগে উচ্চারিত হচ্ছে তিনি হলেন আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।তিনি কোনো রাজনৈতিক নেতা নন। তারপরও তাঁর সততা কর্মস্পৃহা দায়িত্বশীলতা ও জনমানুষের প্রতি আন্তরিকতা তাঁকে বসিয়েছে এক অনন্য উচ্চতায়।প্রশাসনিক কর্মকর্তা হয়েও যে আমজনতার মাঝে মিশে যাওয়া যায় তাই যেনো তিনি দেখিয়ে দিচ্ছেন প্রতিনিয়ত তাঁর কর্মদক্ষতায়,সততায়, আন্তরিকতার ছোঁয়ায় ও সাহসিকতায়।ক্রমশঃ তিনি হয়ে উঠেছেন চট্টগ্রাম জেলাবাসীর আইকন।
বন্যায় কবলিত মানুষের জানমালের নিরাপত্তার জন্য যার চোখে ছিলনা ঘুম,চট্টগ্রাম জেলার ১৫ টি উপজেলায় সকল মহা দুর্যোগে জেলা শহরসহ এ জেলার প্রাই ১৫ টি উপজেলাতে ছুটে বেড়িয়েছেন মানুষকে সচেতন করতে এবং ভালো মন্দ খোঁজখবর নিতে ,ঐ সময় তিনি অস্বচ্ছল এবং বন্যাদুর্গত মানুষের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা পৌঁছে দিয়ে হয়েছেন ব্যাপক সমাদৃত। চট্টগ্রাম প্রেসক্লাব সহ জেলা শহরে কর্মরত সাংবাদিক বৃন্দের জন্য ঈদ উপহার এবং পত্রিকার হর্কাসদের মাঝে নগদ টাকা ও খাদ্য সহায়তা,অসহায় গরিব মেধাবি শিক্ষার্থীদের লেখাপড়া ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সহায়তা দিয়ে ব্যতিক্রমী উদ্যোগে হয়েছে ব্যাপক প্রশংসিত। তিনি জনগনের সেবকের ভূমিকায় অবতির্ণ হয়ে জেলা প্রশাসন সম্পর্কে সাংবাদিকসহ সাধারন মানুষের নেতিবাচক ধারনাই পাল্টে দিয়েছেন।চট্টগ্রামকে দেশের প্রথম স্মার্ট জেলায় রূপান্তরিত করার উদ্দেশ্য নিয়ে জেলা প্রশাসন ৭৮-আসন বিশিষ্ট ১০টি ডাবল ডেকার স্কুল বাসকে স্মার্ট বাসে রূপান্তরিত করার একটি প্রকল্প হাতে নিয়েছে, ইতোমধ্যেই বাসগুলো শহরের পাঁচটি রুটে চলাচল করছে,বাসগুলোকে আধুনিক প্রযুক্তি সম্বলিত করার জন্য একটি অ্যাপ বানানোর কাজও চলছে৷নগরবাসী ও সংবাদকর্মীরা ভালোবেসে সে পার্কের নাম দিয়েছেন ডিসি পার্ক ৷বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের সহায়তায় পতেঙ্গাগামী পর্যটকদের জন্য জন্য দুইটি ডাবল ডেকার বাস চালু করা হয় ৷চট্টগ্রামের পর্যটন শিল্পের বিকাশে জেলা প্রশাসনের উদ্দ্যোগে আরো একটি শীতাতপ নিয়ন্ত্রিত মাইক্রোবাসে চালু করা হয় ৷দেশের অন্যতম জনপ্রিয় পতেঙ্গা সমুদ্র সৈকত ঘিরে যত্রতত্র বিদ্যমান বিভিন্ন অস্থায়ি অবকাঠামো সমূহকে আকর্ষনীয় ও জনবান্ধব করে তোলার জন্য বীচ এলাকায় ফুড জোন, কিডস জোন, পাবলিক টয়লেটসহ বিভিন্ন জোনিং এ ভাগ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
দুর্যোগ ও বন্যা কবলিত পরিস্থিতিতে কর্মহীন,অসহায় ,হতদরিদ্র মানুষের মাঝে জেলা প্রশাসনের আয়োজনে চাউল ও নগদ টাকা খাদ্যসামগ্রী উপহার বিতরণ, চট্টগ্রাম জেলার কর্মহীন বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ টাকা ও খাদ্যসামগ্রী ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছেন চট্টগ্রামের মানবিক জেলা প্রশাসক-আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ৷ঈদ প্যাকেজ,শহরের ভাসমান মানুষগুলোর মাঝে পর্যায়ক্রমে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া, বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে চাউল ও নগদ টাকা খাদ্যসামগ্রী উপহার বিতরণ, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ভূমিহীন-গৃহহীনদের একটি সুন্দর ঘরের স্বপ্ন পূরণে,এক মহান ভূমিকা পালন করেছেন৷টাকা বিতরণ, সমলয় পদ্ধতিতে আবাদ করা বোরো ধান কর্তনসহ অবহেলিত আর নিগৃহীত জনগোষ্ঠীর পাশে দাড়িয়ে সকলের আস্থা ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়েছেন। নিরলস পরিশ্রম ও সততার মাধ্যমে নিজের পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে তিনি নিজেকে নিয়ে যাচ্ছেন এক অনন্য উচ্চতায়।সরকারি চাকুরীর নিয়মই হচ্ছে এক জায়গায় বেশিদিন দায়িত্ব পালন করা যাবে না।চলে যেতে হবে অন্য কোন কর্মস্থলে।সেবা দিতে হবে সেই অঞ্চলের জনসাধারনের।এই নিয়মের বাইরে নন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।চাকুরীজীবনে তাদেরকে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করতে হয়।কিন্তু যার মধ্যে সততা থাকে তাকে জেলাবাসী সারাজীবন মনে রাখে।এমনই একজন সৎ,নির্ভীক, কর্মঠ ও নিরহংকারী মনের অধিকারী মানুষ হচ্ছেন চট্টগ্রাম বর্তমান জেলা প্রশাসক-আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ,এই মানুষটি সম্পর্কে যত ইচ্ছা ততই লেখা যাবে।কেউ যদি মনে করেন ডিসিকে খুশি করার জন্য এই লেখা,তাহলে ভুল।যে মানুষটি ভালো, তাকে ভালো বলতে না পারার মত দুঃখ সবাই পুষে রাখতে পারে না।জেলার সামাজিক ও মানবিক কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য জেলাবাসীর কাছে ইতোমধ্যে তিনি মানবিক জেলা প্রশাসক হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে৷এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, বাণিজ্যিক নগরীর পাশাপাশি চট্টগ্রাম প্রাকৃতিকভাবেও সমৃদ্ধ। প্রকৃতির অসীম এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে এই অঞ্চলে পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। জেলা প্রশাসক হিসেবে আমি সেই কাজটিই করছি যা চট্টগ্রামকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে পারি।উল্লেখ্য, জেলা প্রশাসনের অফিশিয়াল ফেইসবুক পেইজ ও পর্যটন নিয়ে খোলা নতুন একটি ফেইসবুক পেইজে পর্যটক বাস ও ফুল ডে ট্যুর নিয়ে নিয়মিত হালনাদগাদ তথ্য প্রকাশ করা হচ্ছে। পর্যটক বাস এবং ডে ট্যুরে ভ্রমনেচ্ছু পর্যটকদের সুবিধা বিবেচনা করে পর্যটক বাস ও ডে ট্যুর বুকিং, আসন বুকিং, অনলাইনে ভাড়া ও সেবা চার্জ পরিশোধের জন্য Payment Gateway সমৃদ্ধ একটি Web Application প্রস্তুতও করা হয়েছে৷
মন্তব্য