কলমে রেহেনা আক্তার রুমি রংপুর >>>
যেখানে আমার শিকর প্রথিত রয়
তার টানেই আমি ফিরে আসি বারবার
এই শীতল মাটির টানে স্নিগ্ধ সবুজ পানে
ফিরে যেতে আজ মন চায়।
এই নদী খালবিল পদ্ম ফোটা পুকুর
পাইনাতো কোথাও খুঁজে
মানুষের সাথে মানুষের এ মিতালি
আছে শুধু এই বাংলাতে।
উত্তর মেরু দক্ষিণ মেরু যেখানেই আমি যাই
শুধু হাহাকার আর বিষাদের গন্ধ পৃথিবীর সব প্রান্তে প্রান্তে যেন খুঁজে পাই।শান্তি আর সমপ্রিতির যত গল্প আমি শুনি
তার সবটুকু যেন রয়েছে এই দেশে
তাইতো আমি ফিরে আসি বারবার
দুরের ঐ প্রান্ত থেকে।
আহা!কি নিদারুণ কষ্ট বুকে লালন করি আমি প্রতিদিন
নিছক স্বার্থ টানে পড়ে আছি যে ঐ দুর পানে
তা পারবোনা বোঝাতে কোনদিন।











মন্তব্য