তাহিরপুর প্রতিনিধি>>> সুনামগঞ্জের তাহিরপুরে,বুরুঙ্গাছড়া গ্রামে ওয়ারেন্ট ভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ধাওয়া খেয়ে রমিজ মিয়া (৬০) নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।গতকাল মঙ্গলবার (১৬ এপ্রিল)বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা যায়, ওয়ারেন্ট ভুক্ত আসামির রমিজ মিয়াকে তাহিরপুর থানার এএসআই জিয়া উদ্দিন গ্রেফতার করতে গেলে তার নিজ বাড়ির সামনে চায়ের দোকানে তাকে সনাক্ত করে,পুলিশ বুঝতে পেরে রমিজ মিয়া দৌড়ে পালিয়ে যান,পুলিশ পিছনে দাওয়া করলে,সে অন্য এক বাড়িতে ঢুকার চেষ্টা করলে সেখানে ওয়ালের সাথে ধাক্কা খায়ে মাটিতে পড়ে যান,পুলিশ তাকে ধরার চেষ্টা করলে ধরতে পারিনি,সামনের দরজা দিয়ে ঘরের ভিতর ঢুকে যায় এবং পেছনের দরজা দিয়ে পালাতে চাইলে দরজার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়, এবং তৎক্ষণিক নাক মুখ দিয়ে রক্ত এসে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এলাকাবাসীর সূত্রে আরও জানা যায় সে অসুস্থ ছিল,হার্টের রোগী।তাহিরপুর থানার এএসআই জিয়া উদ্দিন বলেন তিনি আসামি ধরতে গেলে ঘটনাস্থল থেকে রমিজ মিয়া পালিয়ে যায় এরপর তিনি থানায় চলে আসেন।তাহিরপুর থানার ওসি মো. নজিম উদ্দিন বলেন, রমিজ মিয়া নামে তাহিরপুর থানায় কয়েকটি মামলা রয়েছে।তার নিহতের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।নিহত পরিবার সূত্রে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য