মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়ন এর আশুরার হাট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আঃ ছালাম বাচ্চু কর্তৃক সপ্তম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীর শ্লীলতাহানি, অশ্লীল আচরণ, কুপ্রস্তাব, অপহরণ ও ধর্ষন চেষ্টার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী এবং এলাকা বাসীর আয়োজনে মঙ্গলবার (৩অক্টোবর) দুপুর ২ ঘটিকায় বাউফল উপজেলাধীন নগরের হাট, বটকাজল এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী ছাত্রীর বাবা, ফুপু, সহপাঠী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্যে বলেন, আশুরার হাট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সপ্তম শ্রেণী পড়ুয়া মোসাঃ ফারজানা (১৩) দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী ওই ছাত্রীকে ফ্রী টিউশন পড়িয়ে আসছিলেন। বিভিন্ন ভাবে প্রেমের প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে তিনি ভুক্তভোগী ছাত্রীকে অপহরণ করার অশ্লীল ছবি তোলার চেষ্টা এবং ধর্ষণের চেষ্টা করেন। সম্প্রতি সহকারী শিক্ষক আঃছালাম বাচ্চু ওই গ্রামে (সুধী) ব্যবসায়ী নামে বেশ সুনাম রয়েছে ৷ অপরদিকে রয়েছে একাধিক মামলার আসামি পূর্বে ওই মামলায় বেশ কিছুদিন জেল হাজতে থাকতে হয়, এর আগেও তিনি তার বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রীকে যৌন হয়রানী করেন যা ওই ছাত্রীদের পরিবার মান সম্মানের ভয়ে মুখ খোলেনি। মানববন্ধনে অপরাধীকে দ্রুত আইনের আওতায় এনে তার শাস্তির দাবী জানান।
মন্তব্য