মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালী মিতালী সংসদ কর্তৃক আয়োজিত দাবালীগ প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন।
কাটপট্টি এলাকাস্থ মিতালী সংসদ কার্যালয়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সৈয়দ নাসির এর সভাপতিত্বে ও আব্দুর রবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে দাবালীগ প্রতিযোগীতার উদ্বোধন করেন মিতালী সংসদের আজীবন সদস্য পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আনম আমিনুল হক মামুন, আজীব সদস্য শম দেলোয়ার হোসেন দিলিপ, সদস্য মশিউর রহমান রেজা, কাউন্সিলর এসএম ফারুক মৃধা, সদস্য মোঃ সাঈদ তালুকদার। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জাহিদ হোসেন, সাবেক কাউন্সিলর তরিকুল ইসলাম লিটন, সাবেক মহিলা কাউন্সিলর সিমা রানী সরকার, পবিত্র কুমার দে, আবুল হোসেন আবু দা, মিলন রায়, তপন কর্মকারসহ সদস্যবৃন্দ। এ দাবালীগ টুর্ণামেন্টে ২৮ জন দাবারু অংশগ্রহন করবে বলে টুর্ণামেন্ট কমিটির আহবায়ক সৈয়দ নাসির জানান।
মেয়র মহিউদ্দিন আহম্মেদ পৌর এলাকার ছাত্র ও যুব সমাজকে ক্রীড়াক্ষেত্রে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। তিনি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত মিতালী সংসদের অবকাঠামোর উন্নয়নে জরাজীর্ন মিতালী সংসদটি দ্বিতল ভবনে উন্নীত করার প্রতিশ্রুতি দেন।
মন্তব্য