মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালীর বাউফলে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে চাচাতো ভাই মোঃ আল আমিন মৃধা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল আমিন আদাবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ মাদবপুর গ্রামের মোঃ শানু মৃধার ছেলে।স্থানীয় গ্রাম পুলিশ সদস্য রফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে শানু মৃধা ও মোতালেব মৃধার মধ্যে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। শনিবার (২সেপ্টেম্বর) সন্ধ্যায় মিলঘর থেকে বাড়ি ফেরার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা চাচাতো ভাই মামুনসহ বেশ কয়েকজন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এসময় স্থানীয়রা আল আমিনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
মন্তব্য