৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের সখিপুরে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক ও অস্ত্র-ইয়াবা উদ্ধার উভয় পক্ষই চায় ভবনের দখল দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> পটুয়াখালী >> বরিশাল >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • পটুয়াখালী দশমিনায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা।
  • পটুয়াখালী দশমিনায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

    পটুয়াখালীর দশমিনায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ঘের ঘটনায় ২৫জনার নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২’শ জনের নামে মামলা করা হয়েছে। এঘটনায় এ পর্যন্ত ৩ জনকে আটক করে আদালতে সোপার্দ করেছে থানা পুলিশ। সরকারি কাজে বাধা প্রদান, পুলিশের উপর হামলা ও দোকান পাট এবং মোটরসাইকেল ভাংচুরের অভিযোগে দশমিনা থানায় শুক্রবার (১ সেপ্টেম্বর) রাতে এসআই মেহেদী বাদি হয়ে মামলাটি করেন। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে দশমিনা থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার এতথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, শুক্রবার দুপুুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের নামে দলটির নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রাখেন। এতে তীর্ব যানযট সৃস্টি হওয়ায় পুলিশ তাদের চলে যেতে বললে বাক-বিতন্ডার সৃস্টি হয়। পরে তারা ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হন। এসময় পুলিশের মোটরসাইকেল সহ মোট ৪টি মোটরসাইকেল ও একটি ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর করে তারা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ে করে এবং ৩ জনকে আটক করে। অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।এ বিষয়ে দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শাহআলম শানু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন করতে শহরের খানকার মাঠ এলাকা থেকে মিছিল বের হয়। মিছিলটি দশমিনা আদালতের সামনে পৌঁছালে এসআই মেহেদীর নেতৃত্বে পুলিশ বাধা দেয়। হাজার হাজার বিএনপির নেতাকর্মীরা রাস্তায় দাড়িয়ে যায়। পরে কোন ঝামেলা ছাড়াই বাধা অতিক্রম করে আমাদের মিছিলটি সামনে এগিয়ে যায়। পরে মিছিলটি পূজাখোলা এলাকায় পৌঁছালে পিছনের দিক থেকে এসে মিছিলের উপরে হামলা চালায় পুলিশ। আমি নেতাকর্মীদের শান্ত করেছি তবে পুলিশের বেপরোয়া মারধরে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছে। পরে বিএনপির নেতাকর্মীরাও সংঘর্ষে লিপ্ত হয়। তিনি আরও বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের হামলায় আহত হয়েছে তাতী দলের ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দলের সায়াদ রনি, আবদুর রহিম, আক্কাস, আবু তাহের, সুজন ও শান্তসহ অন্তত ১০জন। আহতদের পটুয়াখালী ও বরিশাল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা হামলায় ঘটনার তীর্ব নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page