মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী ।
পটুয়াখালী দশমিনা উপজেলা বাঁশবাড়িয়া ইউনিয়নে চর হোসনাবাদ গ্রামে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের খুনের ঘটনা ঘটেছে।ঘটনার বিবরণে জানা যায় ২০ জুলাই রোজ বৃহস্পতিবার সকালে আনজু ফকিরের ছোট ছেলে ওমর ফারুক ফকির (৫০) প্রতিবেশীর সাথে ঝগড়া-বিবাদে জড়িয়ে পড়লে বড় ভাই মান্নান ফকির ছোট ভাইকে জিজ্ঞাসা করায় ছোট ভাই ওমর ফারুক ফকির ক্ষিপ্ত হয়ে ধারালো চাকু দিয়ে বড় ভাইকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী বড় ভাই মান্নান ফকিরকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় হত্যাকারী ছোট ভাই ওমর ফারুক ফকিরকে দশমিনার থানা পুলিশ গ্রেপ্তার করেছেন। এ ঘটনায় নিহত মান্নান ফকিরের স্ত্রী মোসাঃ মিনারা খাতুন বলেন এর আগেও ওমর ফারুক ফকির তার স্বামীর উপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন তার স্বামীকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে নিহতের মা সাহেরা বিবি বলেন ছোট ছেলে ওমর ফারুক ফকির অনেক আগে গাছ থেকে পড়ে গিয়ে কিছুটা বিকারগ্রস্থ হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে চর হোসনাবাদ এলাকার মৃত আনজু ফকিরের ছোট ছেলে ওমর ফারুক ফকির (৫০) এলাকার মানুষের সাথে প্রায় ঝগড়াবিবাদে জড়িয়ে পড়তেন। দশমিনা থানার ওসি তদন্ত অনুপ দাস বলেন বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই ওমর ফারুক ফকিরকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা দায়ের প্রক্রিয়া চলছে।
মন্তব্য