২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
র‍্যাবের এজাহারে মূল আসামি, পুলিশের চার্জশিটে বাদ গেলেন ১৫ মামলার আসামী মহেশখালীর এনাম চেয়ারম্যান নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি,পরিশেষে দাবি পূরণে আনন্দ-উল্লাস অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে শ্রমিকের মৃত্যু দুর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাঘায় গৃহবধুর মৃত্যুর পর পালালো স্বামী রাজশাহী তানোরে হিমাগারে মজুদ আলু নিয়ে কৃষক-ব্যবসায়ীদের চরম দুশ্চিন্তা ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> পটুয়াখালী >> বরিশাল >> রাজনীতি >> শীর্ষ সংবাদ
  • পটুয়াখালী ছাত্রদলের, ৫ বছরেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি।
  • পটুয়াখালী ছাত্রদলের, ৫ বছরেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

    পটুয়াখালী জেলা ছাত্রদল২০১৮ সালে পাঁচ সদস্য দিয়ে কমিটি ঘোষণার পর পাঁচ বছর পেরিয়ে গেলেও পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি পটুয়াখালী জেলা ছাত্রদল।এ কারণে বর্তমানে বিভিন্ন গ্রুপ আর বিভক্তি নিয়েই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। আর জেলা কমিটিরই যখন এমন বেহাল অবস্থা তখন দলটির অন্য ইউনিটের অবস্থা আরও নাজুক হওয়াটাই স্বাভাবিক।জেলা পর্যায়ে বিএনপির আন্দোলন সংগ্রামে ছাত্রদল সাংগঠনিকভাবে খুব বেশি ভূমিকা রাখতে পারছে না।জেলা ছাত্রদলের একাধিক সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন সভাপতি রাজিব আহসান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আকরামুল হাসান পটুয়াখালী জেলা ছাত্রদলের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে শফিউল বাসার উজ্জ্বল এবং সাধারণ সম্পাদক হিসেবে আল হেলাল নয়নকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি হিসেবে জহিরুল ইসলাম শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আল আমিন হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে খালিদ ইবনে হাসান সানীকে দায়িত্ব দেওয়া হয়।এর পর আর পূর্ণাঙ্গ কমিটি আলোর মুখ দেখেনি। আর সেই থেকে এই পাঁচ সদস্য নিয়েই দলটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এই পাঁচ সদস্যের কমিটিও দুই ভাগে বিভক্ত। ফলে জেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের আগুনে পুড়ছে জেলা ছাত্রদল।বর্তমানে পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম উজ্জ্বল জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি গ্রুপের লোক হিসেবে পরিচিতি হলেও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন জেলা বিএনপির সাবেক সভাপতি ও পটুয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরী গ্রুপের লোক হিসেবে পরিচিতি। আলতাফ হোসেন চৌধুরী বিগত জোট সরকারের সময় স্বরাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বর্তমানে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। জেলা ছাত্রদলের প্রধান দুই নেতা দুই গ্রুপে বিভক্ত থাকায় বিভক্তি আরও বাড়ছে।পটুয়াখালী জেলা ছাত্রদলের কেন এমন বেহাল দশা তা নিয়ে কথা হয় দলটির একাধিক সাবেক নেতার সঙ্গে। এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির বলেন, আন্দোলন সংগ্রামে ছাত্রদল একটি বড় ভূমিকা রাখে। তবে পটুয়াখালী জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি না থাকাটা দুঃখজনক। দ্রুত জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন কিংবা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো প্রয়োজন।পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব বলেন, আমরা চাচ্ছিলাম যে একটি পূর্ণাঙ্গ কমিটি হোক, কিন্তু বর্তমান কমিটি সেটি করতে পারেনি। দুই বছরের কমিটি পাঁচ বছর অতিক্রম করলো। পূর্ণাঙ্গ কমিটি করলে আন্দোলন সংগ্রামে অংশ নেওয়া নেতাকর্মীরা পদ-পদবি পেত। কিন্তু এখন আর তার সুযোগ নেই। হয়তো দুই-এক মাসের মধ্যে নতুন কমিটি ঘোষণা হবে। আর এক্ষেত্রে যারা বর্তমানে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখছে তাদেরকেই অগ্রাধিকার দেয়া উচিত।এদিকে, কেন পাঁচ বছরেও জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি এ বিষয়ে ভিন্ন মন্তব্য করেছেন জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।পটুয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম উজ্জ্বল বলেন, দলের অভ্যন্তরীণ কিছু বিষয় নিয়ে জটিলতা ছিল যে কারণে কমিটি করা সম্ভব হয়নি। তবে বর্তমানে আমরা কমিটি করার প্রক্রিয়া নিয়ে কাজ করছি। আগে যে কমিটির ফরম্যাট রেডি করা হয়েছিল সেখানে বিভিন্ন উপজেলা কেন্দ্রিক নেতাদের নাম বেশি এসেছিল, তবে এখন যে কমিটি রেডি করছি তাতে যারা জেলা শহর কেন্দ্রিক রাজনীতি করেন এবং আন্দোলন সংগ্রামে সক্রিয় অবস্থানে আছেন তাদেরকেই অগ্রাধিকার দিয়ে কমিটি করা হবে। এ ক্ষেত্রে কমিটির সদস্য সংখ্যা ২০১ কিংবা ২৫০ এর মধ্যে নিয়ে আসবো। তবে পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন বলেন, জেলা ছাত্রদলের কমিটি করার জন্য আমি এবং সভাপতি বেশ কয়েকবার বসেছি। এরপর একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে তা কেন্দ্রে জমা দেওয়ার জন্য আমরা দুইজন যখন ঢাকায় রওয়ানা করি ঠিক সে সময় জেলা সভাপতি পালিয়ে যায়। জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি করার বিষয়ে সভাপতির কোনো ইচ্ছা নেই। এরপরও আমি ওই কমিটি একাই কেন্দ্রে জমা দিয়ে এসেছি। অতি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করা দরকার। এরপরও আমরা কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসূচিগুলোতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page