২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
র‍্যাবের এজাহারে মূল আসামি, পুলিশের চার্জশিটে বাদ গেলেন ১৫ মামলার আসামী মহেশখালীর এনাম চেয়ারম্যান নবাগত চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে চট্টগ্রাম জেলা উত্তর ও দক্ষিণ জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দাবি আদায়ে কিশোরগঞ্জে অবস্থান কর্মসূচি,পরিশেষে দাবি পূরণে আনন্দ-উল্লাস অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে  লোহাগাড়ায় নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে শ্রমিকের মৃত্যু দুর্গাপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাঘায় গৃহবধুর মৃত্যুর পর পালালো স্বামী রাজশাহী তানোরে হিমাগারে মজুদ আলু নিয়ে কৃষক-ব্যবসায়ীদের চরম দুশ্চিন্তা ধোপাখালীস্থ শশ্মানঘাটে কালীপূজোয় মেতে উঠেন সনাতন ধর্মের অনুসারীরা,পরিদর্শনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> দেশজুড়ে >> পটুয়াখালী >> বরিশাল >> শীর্ষ সংবাদ >> সোস্যাল মিডিয়া
  • পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ-অ্যাম্বুলেন্সটি অচল অবস্থায় পড়ে আছে।
  • পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ-অ্যাম্বুলেন্সটি অচল অবস্থায় পড়ে আছে।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।

    পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য দেওয়া নৌ-অ্যাম্বুলেন্সটি অচল অবস্থায় পড়ে আছে আন্ধারমানিক নদীর তীরে হ্যালির্পোট পয়েন্টে। ২০১৮ সালের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি নৌ-অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়। এ অ্যাম্বুলেন্সের জন্য স্থায়ীভাবে চালক নিয়োগ করা হয়নি। এসব কারণে বেশির ভাগ ক্ষেএে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষই এ নৌযান পরিচালনায় আগ্রহী নয়। সাধারণ মানুষও তাই কাঙ্খিত সেবা পাচ্ছে না। কিন্তু সেটিতে একজন রোগীও বহন করা হয়নি। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ঝুঁকি নিয়ে নৌকায়, লঞ্চ , ট্রলার, ভ্যানে করে হাসপাতালে যেতে কষ্ট হয় রোগীদের। রাঙ্গাবালী সাগর ও নদীবেষ্টিত এলাকা পাঁচটি ইউনিয়নের সমন্বয়ে উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালী। এ উপজেলায় দেড় লক্ষাধিক মানুষের বসবাস। জেলা শহরে যেতেই ৭০ কিলেমিটার নদী পাড়ি দিতে হয়। উপজেলায় উন্নত সেবা ব্যবস্থাসহ গর্ববর্তী মহিলাদের সেবা নিশ্চিতের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহারদেন এই নৌ-অ্যাম্বুলেন্স। সূত্রমতে জানা যায়, উদ্বোধনের এক বছরের মধ্যে তলায় ফুটো হয়ে অচল হয়ে পড়ে আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে দেওয়া নৌ-অ্যাম্বুলেন্সটি। এটি এখন উপজেলার আন্ধারমানিক নদের পানিতে তলিয়ে আছে। তবে ভাটার সময় কিছুটা জেগে ওঠে। ব্যবহার না হওয়ায় খুলে রাখা হয়েছে এর ইঞ্জিন। এখন নৌ-অ্যাম্বুলেন্সের বেশির ভাগই এখন পরিত্যক্ত। চলাচলের অনুপযোগী হয়ে পড়ে আছে। তবে এগুলো চালাতে কোনো নীতিমালা করা হয়নি, তৈরি করা হয়নি চালকের পদও। এতে এসব নৌ-অ্যাম্বুলেন্সও রোগী পরিবহনে কোনো ভূমিকা রাখেনি। দুর্গম ও চরাঞ্চলের মানুষকে জরুরি স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষন নেই।
    নৌ-অ্যাম্বুলেন্সগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল। কিন্তু নৌপথে রোগী পরিবহনের এসব যানের সেবা কেউ পায়নি। যথাযথ পরিকল্পনা ছাড়া এ প্রকল্প হাতে নেওয়ায় কেবল অর্থের অপচয় হয়েছে বলে মনে করেন স্থানীয়রা। নৌ-অ্যাম্বুলেন্সটি দেয়ার সহযোগিতা করেছে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) স্বাস্থ্য অধিদপতরের স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়। উদ্দেশ্য ছিল উপজেলার ১২টি ইউনিয়ন ও রাঙ্গাবালী পাঁচটি মোট ১৭টি ইউনিয়নের রোগীদের পরিবহনে এটি ব্যবহৃত হবে।
    বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্যবহার না হওয়ায় এরই মধ্যে অ্যাম্বুলেন্সটির ইঞ্জিন অকেজো হয়ে গেছে। এর অবকাঠামোগত অবস্থাও জরাজীর্ণ। বিকল হওয়ার পর আর ঠিক করা হয়নি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নৌ-অ্যাম্বুলেন্স সেটিও কোনো কাজে আসেনি। দীর্ঘদিন অব্যবহৃত থাকতে থাকতে নষ্ট হয়ে পড়ে আছে। কৃষক রমিজ প্যাদা বলেন, উপজেলার অধিকাংশ এলাকার মানুষ জানেনই না তাঁদের এলাকার রোগী পরিবহনের জন্য হাসপাতালে একটি নৌ-অ্যাম্বুলেন্স আছে। কলাপাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার জানান, শুরু থেকেই এ অ্যাম্বুলেন্স নিয়ে স্থানীয় মানুষ জনের মধ্যে কোনো আগ্রহ দেখা যায়নি। এ কারণে এটিকে ফেরত নেওয়ার জন্য আমরা স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার চিঠি লিখেছি।’ এটি গ্রহন যোগ্য নয়। এর চেয়ে দ্রুত গতিতে গাড়ী পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা যায়। এ উপজেলার সব জায়গায় যোগাযোগ ব্যবস্থা ভাল।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page