মোঃ আতিয়ার রহমান উপজেলা প্রতিনিধি>>>
১৭-৭-২৩ ইং তারিখ ইউপি নির্বাচনে মনিরামপুরের হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রওয়ারী এই দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের পরিসংখ্যান দেয়া হল:শৈলী নৌকা প্রতীক পেয়েছে ৪৬৯ এবং চশমা প্রতীক ৩৬৮, মোক্তারপুর নৌকা ৩১২, চশমা ৭৬০, পাঁচপোতা নৌকা ৩৯৫, চশমা ১৪৩৩, বড় চেতলা নৌকা ৬০৪, চশমা ৬৫১, ডুমুরখালি নৌকা ৯৭৩, চশমা ৫৯০, হরিহরনগর নৌকা ৪৭২, চশমা ২৭৩, খাটুরা নৌকা ২১৮, চশমা ৯০৪, এনায়েতপুর নৌকা ৭৭১, চশমা ৩১৭ ভোট এবং মদনপুরে নৌকা প্রতীক পেয়েছে ৬১৮ ভোট ও চশমা প্রতীক পেয়েছে ৬৬৫ ভোট। বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের প্রাপ্ত ভোট ৫৯৬১ এবং আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম পেয়েছেন ৪৯১২ ভোট।১০৪৯ ভোটের ব্যবধানে জহুরুল ইসলামকে পরাজিত করে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আব্দুর রাজ্জাক বিশ্বাস।
মন্তব্য