আনোয়ারুল আজিমঃচাটখিল(নোয়াখালী)প্রতিনিধি:
গান্ধী আশ্রম ট্রাস্টের মহাত্মা গান্ধীজীর ১৫৫তম জন্মজয়ন্তী এবং গান্ধী আশ্রম ট্রাস্টের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গান্ধী আশ্রম ট্রাস্ট ক্যাম্পাসে তিনদিন ব্যাপী ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস্ ক্যাম্প ২০২৩ ইং এর কায্যক্রমের উদ্বোধন করা হয়।গান্ধী আশ্রম ট্রাস্টের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) জিবন কানাই দাস এর সভাপতিত্বে এবং গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নব কুমার ও সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসমাইল হোসেনের যৌথ সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী ১ (চাটখিল- সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব গোলাম সরওয়ার, যুগ্ম সচিব শেখ হুমায়ুন কবির, জেলা দায়রা জজ নিলুফা সুলতানা।আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অজিত দেব,জেলা অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন,নোয়াখালী প্রেসক্লাবে এর সভাপতি বখতিয়ার সিকদার ও ড. আবু ছায়েদ চৌধুরী প্রমুখ।উল্লেখ্য যে, তিনদিন ব্যাপী ইন্টারন্যাশনাল ইয়ুথ পিস্ ক্যাম্পে ভারতের ৬২ সাইক্লিস্টসহ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, কেনিয়া, সুইডেন, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ ১২টি দেশের ৩৫০জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।বিশ্ব ব্যাপী অহিংসা নীতি, শান্তি ও সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যেই মূলত এ ক্যাম্পের আয়োজন করা হয়।
মন্তব্য