আনোয়ারুল আজিমঃ চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৫টায় উপজেলার নোয়াখলা ইউনিয়নের নোয়াখলা গ্রামে এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃতরা হলো উপজেলার নোয়াখলা ইউনিয়নের ১নং ওয়ার্ড নোয়াখলা গ্রামের ১।নুর হোসেন প্রকাশ মনির হোসেন প্রকাশ মনু ভুঁইয়া (৪৯),পিতা-মৃত. আবুল কাশেম,(ওরালী ভুঁইয়া বাড়ি),২।মোঃ বাবুল (৪৫),পিতা-মৃত. মফিজুল হক,(আন্তিয়ার বাড়ি) ৩।মোঃ হারুন (৪৯),পিতা-মোঃ মহসিন, (ইয়াছিন হাজীর বাড়ি)।নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন,চাটখিল থানাধীন নোয়াখোলা ইউনিয়স্থ’ নোয়াখলা গ্রামের ওরালী ভুঁইয়া বাড়ির নুর হোসেন প্রকাশ মনির হোসেন প্রকাশ মনু ভুঁইয়া (৪৯) এর নিজ ঘরের দক্ষিন-পূর্ব পার্শ্বের কক্ষে রাখা স্টিলের শো-কেসের উপরের ড্রয়ার এবং কক্ষে থাকা খাটের নিচে থাকায় একটি সিনথেটিক ব্যাগের ভিতরে ০১ (এক) কেজি শুকনা লুজ গাঁজা ও একই ব্যাগের ভিতরে নগদ ১,৭২,৫৬০/- (এক লক্ষ বায়াত্তর হাজার পাঁচশত ষাট) টাকা, একটি জিপার লকযুক্ত পলি প্যাকেটের ভিতরে ইয়াবা ট্যাবলেট ১৬০ (একশত ষাট) পিস, অপর একটি সিনথেটিকের ব্যাগের ভিতর ৩৭৫মি.লি কাচেঁর বোতলে ১০ (দশ) বোতল Mcdowell’s নামীয় ইন্ডিয়ান whisky উদ্ধার করা হয়েছে।তিনি আরো বলেন তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (২০১৮ সনের ৬৩ নং আইন) ৩৬(১) এর সারনির ক্রমিক নং-১০(ক), ১৯ (ক) এবং ২৪ (ক) এবং ৪১ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলা নং ১২৪/২০২৪। গ্রেফতারকৃতদের কে আগামী কাল বিচারিক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
মন্তব্য