মোঃ জুয়েল রানা নেত্রকোনা কলমাকান্দা প্রতিনিধি>>>
নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন কলমাকান্দা থানার ওসি আবুল কালাম (পিপিএম)।বৃহস্পতিবার (১৩ জুলাই) পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন মাসের ‘মাসিক অপরাধ সভা’ অনুষ্ঠিত হয়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হারুন-অর রশীদ, পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার ( বিশেষ শাখা) মো. লুৎফর রহমানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সভায় মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সাজা মৃত্যুদন্ড প্রাপ্ত আসামি গ্রেফতার, চোরাচালান, ভিকটিম উদ্ধার, আইনশৃঙ্খলা রক্ষা ও জনতুষ্টি সহ সার্বিক মূল্যায়নে কলমাকান্দা থানার ওসি আবুল কালামকে (পিপিএম) জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচন করা হয়। পাশাপাশি তাকে সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।এ সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার ও মাদক উদ্ধারে আইজিপির পক্ষ থেকে পাঠানো পুরস্কার তাঁর হাতে তুলে দেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ।শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় আবুল কালাম (পিপিএম) বলেন, পুরষ্কার প্রাপ্তি কাজের প্রতি অনুপ্রেরণা যোগায়। এ পুরস্কার প্রাপ্তিতে ভালো কাজের প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল
মন্তব্য