নিউজ ডেক্স
মৌলভীবাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধরপাকর অব্যাহত রাখায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর জ্যেষ্ঠপুত্র সাবেক এমপি এম নাসের রহমান। আজ সোমবার সন্ধ্যায় এম নাসের রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গতকাল রবিবার রাতে ও আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজার জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাসা বাড়ীতে বিনাকারণে পুলিশী চালিয়ে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সাত নেতাকর্মীকে আটক করে কারাগারে পাঠিয়েছে। তিনি দলীয় নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার বন্ধ করে অবিলম্বে গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।
নাসের রহমান বলেন, এ অবৈধ শাসক গোষ্ঠী ২০১৪ ও ২০১৮ সালের মতো প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করে জনগণের উপর ভয়াবহ দু:শাসন জারি রাখতে চায়। এ উদ্দেশ্যকে সামনে রেখ তারা বিএনপির নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে গায়েবি মামলা দিয়ে নির্বিচারে গ্রেফতার ও হয়রানি করে যাচ্ছে। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্য করে বলেন, জনগনকে আপনারা প্রতিপক্ষ বানাবেন না। গণবিচ্ছিন্ন এ অবৈধ সরকারের অন্যায় আদেশ মানতে আপনারা বাধ্য নন। তাই জনগণের সেবক হওয়ার চেস্টা করুন।
শান্তির শহর মৌলভীবাজারের শান্তি বিনষ্ট যাতে না হয় সেচ আহবান জানিয়ে নাসের রহমান বলেন,বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দল গুলো দেশে গনতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকারের অধিকার ফিরিয়ে আনার আন্দোলন করে যাচ্ছে। কোনো দমন-পীড়ন চালিয়ে চলমান আন্দোলন দমানো যাবে না। নাসের রহমান চলমান এ আন্দোলনে শরীক হবার জন্য দেশের নাগরিকদের উদাত্ত আহ্বান জানান।
মন্তব্য