মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত শিশু গণধর্ষণ মামলার আসামি মাসুদ রানা মন্টুকে (২০) পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র্যাব ।গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রপাড়া থেকে নারায়ণগঞ্জ ও পটুয়াখালী র্যাব- ৮ ক্যাম্পের সদস্যরা যৌথভাবে মন্টুকে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর পটুয়াখালীর অধিনায়ক মেজর সোহেল রানা।গ্রেফতারকৃত মন্টু নারায়ণগঞ্জের ফতুল্লা থানার মাসদাইর এলাকার মকবুল হোসেনের ছেলে।মামলার বিবরণে জানা যায়, ফতুল্লার একটি সুতার মিলে কাজ করতো মন্টু।গত ২৩ ফেব্রুয়ারি রাতে অপূর্ব,মন্টু,জীবন,নুর আলম,শুভ সহ আরও অজ্ঞাতনামা ২ জন মিলে ভিকটিমকে ধর্ষণ এবং শারীরিক নির্যাতন চালায়।ঘটনার পর আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে র্যাব।এরই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার করে তাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়।
মন্তব্য