কামরুজ্জামান রুবেল,নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি>>> আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জীবনে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে পুলিশি কার্যক্রম নিয়মিতকরণের পুলিশের কার্যক্রম শুরু করা হয়েছে।বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে সারা দেশের ন্যায় সকল জেলা ও থানা পুলিশ ১১দফা দাবি জানিয়ে পুলিশের সকল কার্যক্রম স্থগিত ও কর্মবিরোধী ঘোষণা করা হয়।গত কিছুদিন যাবত দেশের বেশ কিছু থানায় পুলিশের কার্যক্রম শুরু করলেও ময়মনসিংহের নান্দাইল মডেল থানা পুলিশের কার্যক্রম মঙ্গলবার (১৩ আগষ্ট) থেকে আনুষ্ঠানিক শুরু করা হয়।নান্দাইল মডেল থানার পুলিশ আনুষ্ঠানিক ভাবে নিজ কার্যক্রমে যোগদান করায় কোটা সংস্কার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা উক্ত থানার পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করেন এবং পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের দায়িত্ব আপনারা পেশাদারিত্বের সাথে পালন করুন।কোন প্রভাবশালীদের কথায় অনৈতিক কাজ করবেনা এবং টাকার বিনিময়ে হয়রানি মূলক মামলার মতো জঘন্য কাজে লিপ্ত হবেন না।”নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মজিদ জানান,”বর্তমান আইজিপি মহোদয়’র নির্দেশে গতকাল থেকেই নান্দাইল মডেল থানার পুলিশের কার্যক্রম শুরু হয়েছে।নতুন উদ্দামে আমরা সেবা দিয়ে যাচ্ছি।”
মন্তব্য