এম ইদ্রিস ইমন মোংলা (বাগেরহাট):
দীর্ঘ কয়েক বছর ধরে ছোট্ট জরাজীর্ণ একটি কক্ষে চলছিল মোংলা উপজেলার কৃষি বিষয়ক কাজ কর্ম। এতে প্রান্তিক কৃষকদের যেমন ভোগান্তি হতো, তেমনি তাদের সেবা দিতে এখানকার কর্মকর্তারা হিমশিম খাচ্ছিল। অসহনীয় এই ভোগান্তির অবসানে নতুন কৃষি ভবন পেয়েছে মোংলা উপজেলা।বৃহস্পতিবার (১২অক্টোবর) দুপুর ১২টায় নব নির্মিত তিনতলা বিশিষ্ট এই ভবনের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন স্থানীয় সাংসদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার। এছাড়া উপমন্ত্রী ২০২৩-২৪ইং অর্থ বছরের টিআর, কাবিখা, কাবিটা, গম ও চাল ও মোংলা উপজেলায় ৩৬টি পূজা মন্ডপের আর্থিক অনুদানের ডিও বিতরণ করেন। একই সময় তিনি ‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে’র আওতায় উপজেলার ছয়টি ইউনিয়নে ১৫৬ পরিবারের মধ্যে বৃষ্টির পানি সংরক্ষণে ৩হাজার লিটারের পানির ট্যাঙ্কও বিতরণ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার দীপংকর দাশ, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহান আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নাজরিনা বেগম ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম।
মন্তব্য