মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের শাকরাইল গ্রামের সরকারী হালট দখল করে চলাচলের পথ বন্ধকরায় ভুক্তভোগী নাজিরন বেগম নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর হালটি দখলমুক্ত করতে একটি অভিযোগ করেন। শাকরাইল পাকা রাস্তা হতে মল্লিক রাড়ী উত্তর পাশে মাঠ পর্যন্ত সরকারী হালট একাধিক ব্যক্তি কতৃর্ক দখলে রয়েছে। পাকারাস্তা হইতে সরকারী হালটির শুরু জয়নাল মাতুব্বরের ছেলে ঈব্রাহীম(ইবু)মাতুব্বর (৩০,)হাকী মাতুব্বর (২৭),বসতবাড়ী,গরুর ঘর,ও বার্থরুম নির্মান করে ভুক্তভোগী পরিবার গুলোর চলাচলের পথ বন্ধকরে রেখেছে। ভুক্তভোগী নাজিরন বেগম,সুভল মন্ডল,স্বপন মন্ডল,উসমান সরদার, রমজান সরদার, বাড়ী থেকে প্রয়োজনীয় কাজে বের হতে পারছেনা বলে তারা অভিযোগে উল্লেখ করেন। এবিষয় স্হানীয় হিরু মেম্বার ও কালাম মাতুব্বর এর সহযোগীতায় সরকারী সার্ভেয়ার দ্বাধা মপে ভুক্তভোগীর বাড়ী পর্যন্ত পিলার গেড়ে সীমানা নির্ধারন করে দেয়। তবু দখল কারীরা দখল ছাড়ছে না। কালাম মাতুব্বর বলেন আমারা তাদের চলাচলের জন্য হালট মেপে তাদে পথ বের করে দিয়েছি এবং হালটের জায়গায় যে সকল স্হাপনা করেছে তা সরিয়ে নিতে বলেছি। বিষয় নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হক বলেন এ বিষয় কোন অভিযোগ পাইনি অভিযোগ পত্র হাতে পেলে পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য