আবু নাছির ফরিদপুর প্রতিনিধি:>>>
ফরিদপৃরের নগরকান্দায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী তিন ভাগে বিভক্ত হয়ে পালন করলেন উপজেলা আ’লীগ নেতাকর্মী।শুক্রবার (১৩ জুন) সকাল ১০ ঘটিকায় নগরকান্দা আওয়ামীলীগ কার্যালয় এ ফরিদপুর-২ আসনের এমপি শাহদাব আকবর লাবু চৌধুরীর সমর্থিত নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে বর্ণাঢ্য আয়োজনে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।বেলা ৩ টায় ফরিদপুর-২ আসনের (সাবেক এমপি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল শতাধিক গাড়ির বহর ও বিপুল সংখ্যক নেতাকর্মীদেরকে নিয়ে ভিন্ন আয়োজনে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের করে ফরিদপুর-২ আসন নগরকান্দা-সালথার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে।অন্যদিকে বিকাল সাড়ে তিনটায় ফরিদপুর জেলা আওয়ামীলীগের তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়ার নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করে নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী সঙ্গে নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। র্যালি, কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এ্যাড. জামাল হোসেন মিয়া, অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা কামাল হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান, ডাঙ্গী ইউনিয়নের প্রস্তুতি কমিটির আহবায়ক মুরাদ হোসেন প্রমুখ।
মন্তব্য