সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বিএনপির ডাকা রবিবারের সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে নওগাঁর মহাদেবপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।২৮ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আহসান হাবীব ভোদনের নেতৃত্বে রবিবারের হরতালের বিরুদ্ধে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হওয়া ওই বিক্ষোভ মিছিল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ দলটির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা কর্মী অংশ গ্রহন করে।বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি গোলাম নুরানি আলাল, সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব ভোদন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মন্ডল, উপজেলা যুবলীগ আহবায়ক রেজাউন নবী আনসারী বাবু, ছাত্র লীগ সভাপতি আবু আল-আস-আরী, সাধারন সম্পাদক তনু কুমার দেব প্রমুখ। উল্লেখ ২৮ অক্টোবর শনিবার বিকেলে ঢাকার নয়াপল্টনে বিএনপির ডাকা মহাসমাবেশ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৯ অক্টোবর রবিবার দেশ ব্যাপী সকাল-সন্ধ্যা এ হরতালের ডাক দেয়।
মন্তব্য