সেলিম রেজা নীলফামারী প্রতিনিধি>>>
ধানের চারা রোপনের কাজে ব্যস্ত সময় পার করছে কৃষকরা। কৃষকরা বছরে ৩ বার ধানের চাষাবাদসহ রবিশস্য’র চাষাবাদ করে থাকেন। এবারও ইতোমধ্যে উপজেলার কৃষকরা রোপা আমন ধানের চাষাবাদ শুরু করেছে।উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে দেখা যায়, কৃষকরা এখন আমন ধানের চারা রোপনের জন্য ব্যস্ত সময় পার করছে। কোন কোন এলাকার জমির পানি শুকিয়ে যাচ্ছে। এজন্য খুব তারাতাড়ি চারা রোপনের জন্য জমি তৈরি করে নিচ্ছে। বেশির ভাগ কৃষক বি-ধান ৪৯, ৩৪, কাটারিভোগ জাতের ধান চাষ করছে। সদরের বিশমুড়ী গ্রামের কৃষক সোলায়মান হোসেন জানান, আমরা অতি গুরুত্বের সাথে বাম্পার ফলনের আশায় রোপা আমন ধানের চাষাবাদ শুরু করেছি। ধানের বাজার ভালো তাই কোন জমি ফেলে রাখা যাবেনা।কেউবা জমিতে চারা রোপণ করছেন, আবার কেউ জমিতে চারা রোপণ করার জন্য জমিতে চাষ দিচ্ছে উপযুক্ত করে তুলছেন। চলতি মৌসুমে কৃষকরা তাদের জমিতে ব্র্রি- ধান ৪৯, ব্রি ধান ৫১, হাইব্রড সাথী, হাইব্রিড রাজকুমার, হাইব্রিড এসিআই টু সহ বিভিন্ন ধরনের ধানের চারা রোপণ করছেন। এই মৌসুমে ধান আবাদ করতে খরচ কম হয়। কারণ প্রকৃতির বৃষ্টিতে জমিতে চাষ দেওয়া যায়। যা জমিতে ধান রোপনের পরও সেচ দেওয়া লাগেনা এবং জমি পানিতে তলিয়ে থাকে বলে আগাছাও তুলনামূলক ভাবে কম হয়। সবকিছু মিলিয়ে আষাড়ে ধান চাষে কৃষকরা কম খরচে বেশি লাভবান হয়ে থাকে।
মন্তব্য