প্রেস বিজ্ঞপ্তিঃ জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার কক্সবাজার সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কক্সবাজার জেলা শাখার সদস্য সাংবাদিক সায়েদ। বুধবার (১ লা নভেম্বর) দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ শফিকুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।সাংবাদিক সায়েদ কে দৈনিক দিন প্রতিদিন পত্রিকার পক্ষ থেকে ফিতা,আইডি কার্ড ও নিয়োগপত্র প্রদান করা হয়। সাংবাদিক সায়েদ ইতিমধ্যে কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার সদর প্রতিনিধি, বিভিন্ন আঞ্চলিক ও স্থানীয় দৈনিক পত্রিকাসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে কর্মরত ছিলেন । বর্তমানে তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলাদেশ সংবাদ প্রতিদিনের কক্সবাজার জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করছেন এবং তৃণমূল সাংবাদিকের অধিকার আদায়ের সংগঠন রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র কক্সবাজার জেলা শাখার সদস্য ও বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন কক্সবাজার জেলার শাখা সহ অর্থ সম্পাদক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করছেন । তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেছেন।
মন্তব্য