সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) পরিবারের সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানার বাড়িতে রাত ১ টা ১৫ মিনিটে পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটেছে। গত ১৭ তারিখ রাত ১টা ১৫ মিনিটে পরিকল্পিতভাবে মনিরুল ইসলামের পুত্র সোহাগ (২৫) সহ তার লোকজন এ চুরির ঘটনা ঘটায়। এঘটনায় ১৭ তারিখ রবিবার তানোর থানায় অভিযোগ করেন সোহেল রানা । তানোর সাংবাদিক ক্লাব পরিবার (টি.এস.সি) সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুক্তিযোদ্ধা মৃত আসাদ আলীর পুত্র তিনি পৌরসদরের উপজেলা ক্যাম্পাস পুরান পুকুরে তার নিজ বাসায় হাতে নাতে এ চুরির ঘটনা ঘটেছে। অভিযোগে সোহেল রানা বলেন বলেন, রোববার রাত ১ টা ১৫ মিনিটে আমার বাড়ির পাচির টপকে সোহাগ ও তার দলবল দেয়াল টপকে বাড়ির ভেতরে তুলে দেন। তার বাড়ি থেকে কাসার থালা ২ টি এবং দেড় আনা চেন নগদ ৭ হাজার টাকা পাচির উপর দিয়ে পার করে দেন। তিনি আরও বলেন, মানিব্যাগের কাচি টাকা পড়ে শব্দ হলে তাকে হাতে নাতে ধরে প্রতিবেশীদের কে ডাক দেন সোহেল রানা, পরবর্তীতে চোর সোহাগের মা এসে প্রতিবেশীর সামনে জিম্মা নিয়ে বাড়িতে চলে যায়। এর ভিডিও ফুটেজ সংরক্ষিত আছে এবং প্রতিবেশীরাও দেখেছেন। চোরকে হাতেনাতে পেয়ে থানায় অভিযোগ করা হয়। গভীর রাতে চুরির ঘটনায় এলাকায় থমথম উত্তেজনায় বিরাজ করছে। নগদ ৭ হাজার টাকা সোনার চেন ৩০ হাজার টাকা কাসার থালি ২পিচ ১ হাজার টাকাসহ মোট ৩৮ হাজার টাকা চুরি করে ক্ষতি হয়েছে। এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, এবিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে,তদন্তে প্রমাণ পেয়েছি মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।
মন্তব্য