সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহী তানোর উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে এমপি ফারুক চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।চলতি মাসের ১১ অক্টোবর বুধবার সারাদিন ব্যাপী জেলা পরিষদের হলরুমে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে আনসার’ভিডিপি গ্রাম পুলিশ সাথে মত বিনিময় ও একি দিনে উপজেলা প্রাথমিক শিক্ষক বৃন্দ,প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, মসজিদের সভপতি, ইমাম ও মুয়াজ্জিনদের সাথে মত বিনিময় করেন রাজশাহী-১ সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে এমপি ফারুক চৌধুরীর বক্তব্যে বলেন,বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংসদ নির্বাচনে আবারো নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না।আয়োজনে উপস্থিত ছিলেন,তানোর থানার অফিসার ইনচার্জ আব্দুর রহিম।তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাঈনুল ইসলাম স্বপন। সম্পাদক আবুল কালাম আজাদ প্রদিব।উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বক্কর। মহিলা ভাইস চেয়ারম্যান সনিয়া সরদার। বাধাইড় ইউপি আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান। পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন। কামারগাঁ ইউপি চেয়ারম্যান ফজলে রাব্বি ফরাদ। চান্দুরিয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার সুজনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য