সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক>>>খুলনা ডুমুরিয়া কলেজ মাঠ চত্বরে বিনামুল্য চক্ষু চিকিৎসা দেওয়া হয়ছে আজ শুক্রবার ৮ই মার্চ ঢাকা লায়ন্স ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা প্রাইম,র আয়াজনে।নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার উপদেষ্টা খলশী গ্রামের ড, মাহবুবুর রহমান গাজীর পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।ডুমুরিয়া উপজলা মাধ্যমিক শিক্ষক সমিতি,ডুমুরিয়া ব্লাড ডানার্স ক্লাব, ডুমুরিয়া উপজলা নিরাপদ সড়ক চাই সহ বিভিন্ন সামাজিক ও জাতীয় সংগঠনের সহযাগিতায়।ঢাকাস্ লায়ন্স চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালর অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সকল রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয় ও ৫’শতাধিক রাগীক বিনামুল্য চশমা বিতরণ করা হয়।চিকিৎসা শিবির উদ্বাধনী অনুষ্ঠান সভাপত্বি করন লায়ন্স ক্লাব অব ঢাকা বুড়িগঙ্গা প্রাইমর সভাপতি সাবেক সংসদ সদস্য খাদিজা নাসরিন আক্তার।সংগঠনটির সাধারণ সম্পাদক ড. মাহাবুবুর রহমান গাজীর সঞ্চালনায় বক্ততা করেন,ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ সুকান্ত সাহা, সিনিয়র লায়ন্স আশরাফুল আলম ফিরোজ,এড. কাজী রজাউল হাসন,মোঃ নাসির উদ্দীন,ডুমুরিয়া কলজের উপাধ্যক্ষ ফেরদৌস খান,উপজলা পরিষদর ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম,প্রভাষক খান নুরুল ইসলাম, ডুমুরিয়া প্রসক্লাবর সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,আওয়ামী লীগ নেতা গাজী রকিবুল ইসলাম,নিসচা উপদেষ্টা,প্রভাষক আব্দুল কাইয়ুম জমাদ্দার,খান আনিছুজ্জামান,আওয়ামী লীগ নেতা খান রফিকুল ইসলাম,নিরাপদ সড়ক চাই এর ডুমুরিয়া শাখার সভাপতি খান মহিদুল ইসলাম,এস ডি রাছেল,ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মাস্তাফিজুর রহমান সাগর,গাজী সোহেল আহমেদ,সৈয়দ মঈনুল ইসলাম,ওমর খয়ম মাল্লা,মফিজুর রহমান,আব্দুর রহমান বেপারী,এম এ জলিল প্রমুখ।
মন্তব্য