২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • ঠাকুরগাঁও >> রাজনীতি
  • ঠাকুরগাঁওয়ে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইউনিয়নবাসীর মানববন্ধন
  • ঠাকুরগাঁওয়ে মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে ইউনিয়নবাসীর মানববন্ধন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ আনিসুর রহমান মিঠু ঠাকুরগাঁও প্রতিনিধি>>> ঠাকুরগাঁও সদর উপজেলার ১১নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান সোহাগ হোসেনের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী৷রোববার (১৮ আগস্ট) সকালে সোহাগের সীমাহীন দুর্নীতি, অমানবিক অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে এবং চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ ও বিচারের দাবিতে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা।এসময় মানববন্ধনে বক্তারা বলেন,আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে গুন্ডা বাহিনীর দ্বারা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন তিনি৷চেয়ারম্যান হওয়ার পরে পেটুয়া পিস্তল বাহিনী দ্বারা অমানবিক অত্যাচার, সরকারি বৃক্ষ নিধন,অর্থের বিনিময়ে বিচারে পক্ষপাতিত্ব,স্কুলে নিয়োগ বাণিজ্য,জমি দখল,বালুর ঘাট দখলসহ মামলা দিয়ে হয়রানি করিয়েছেন সাধারণ মানুষকে।তারা আরোও বলেন,শুধু তাই নয় সরকারি চাল বিতরণে কম দেয়া,এবং রাস্তার কাজের বরাদ্দেও অনেক দূর্নীতি করেছে সে।অনেক টাকা আত্মসাদ করেছে।গরিবের হক মেরে খেয়েছে।আমরা তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ ও বিচারের দাবি করেন ইউনিয়ন বাসি।তারা হুসিয়ারি করে বলেন,চেয়ারম্যানকে আর ইউনিয়ন পরিষদে আসতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা৷

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page