বাবুল রানা বিশেষ প্রতিনিধি মধুপুর টাঙ্গাইল
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় ডেঙ্গু জ্বরে ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। মঙ্গলবার (১ আগষ্ট) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে,জেলায় ২৪ ঘন্টায় নতুন করে ৫৩ জন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের জানুয়ারী মাস হতে আজ পর্যন্ত টাঙ্গাইল জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়িয়েছে ৪৬৯ জন। সুস্থ হয়েছেন ৩৪৪ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২৫ জন। এ পর্ষন্ত ডেঙ্গু জ্বরে একজন মৃত্যুবরণ করেছেন।টাঙ্গাইলের সিভিল সার্জন ডা: মো: মিনহাজ উদ্দিন মিয়া জানিয়েছেন, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৯ জন, নাগরপুর উপজেলায় ৯ জন, সখীপুর উপজেলায় ৩ জন, মির্জাপুর উপজেলায় ৩ জন, ঘাটাইল উপজেলায় ৩ জন, ধনবাড়ী উপজেলা ১০জন এবং গোপালপুর উপজেলায় ৬জন রয়েছেন।
মন্তব্য